''শ্বশুরবাড়িতে প্রচুর রান করো'', কোন গব্বরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শেহবাগ!

 নিজের মতো করেই তিনি শুভেচ্ছা জানান বীরু। 

Updated By: Dec 5, 2020, 05:36 PM IST
''শ্বশুরবাড়িতে প্রচুর রান করো'', কোন গব্বরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শেহবাগ!

নিজস্ব প্রতিবেদন- শ্বশুরবাড়িতে অনেক রান করো। এমনভাবে জন্মদিনে শুভেচ্ছা কে জানায়! বীরেন্দ্র শেহবাগের মতো কেউ কেউ জানান বটে! তিনি চলে নিজের স্টাইলে। নিজের মতো করেই তিনি শুভেচ্ছাও জানান। শনিবার শিখর ধাওয়ানের ৩৫তম জন্মদিনে তাঁকে শ্বশুরবাড়িতে অনেক রান বানানোর শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। সেইসঙ্গে ধাওয়ানের মতো দেখতে কোনও একজনের ছবিও পোস্ট করলেন।

টুইটারে শেহবাগ ভারতীয় দলের ‘গব্বর’কে এই শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা মুখার্জী বাঙালী হলেও তিনি থাকেন মূলত অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এই মুহুর্তে ধাওয়ান অস্ট্রেলিয়াতেই আছেন ভারতীয় দলের সঙ্গে। একদিনের সিরিজ হারলেও টি-২০ সিরিজে ইতিমধ্যেই প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে রান না পেলেও রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রান পেতে নিশ্চয় মুখিয়ে থাকবেন ধাওয়ান। 

সেওয়াগ খেলা ছাড়ার পরেও টুইটারে তাঁর নিয়মিত মজাদার পোস্টের জন্য খুবই জনপ্রিয়। তিনি ক্রিকেট খেলা নিয়ে মাঝেমধ্যেই নিজের মতামত জানান টুইটারে নিজস্ব ভঙ্গিতে।

.