বিগ ব্যাশে বিধ্বংসী স্মৃতি

স্মৃতির ঝোড়ো ইনিংসের পরেও সিডনি থান্ডার্সের বিরুদ্ধে হার বাঁচাতে পারে নি হোবার্ট হ্যারিকেনস।

Updated By: Dec 24, 2018, 05:05 PM IST
বিগ ব্যাশে বিধ্বংসী স্মৃতি
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার ওয়েমেনস বিগ ব্যাশ লিগে ঝড় তুললেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। হোবার্ট হ্যারিকেনসের হয়ে সিডনিতে ২২ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। স্মৃতির ঝোড়ো ইনিংসের পরেও সিডনি থান্ডার্সের বিরুদ্ধে হার বাঁচাতে পারে নি হোবার্ট হ্যারিকেনস।

আরও পড়ুন- মেলবোর্নে দ্বিশতরান করতে চান আজিঙ্কে রাহানে

সোমবার অস্ট্রেলিয়ার ওয়েমেনস বিগ ব্যাশ লিগে সিডনিতে সিডনি থান্ডার্সের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল হোবার্ট হ্যারিকেনস। ওপেনিংয়ে নেমে ২২ বলে ৩৫ রান করেন। পাঁচটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে সাজানো স্মৃতির ৩৫ রানের ইনিংস।

শুরুতে স্মৃতি ব্যাট হাতে ঝড় তুললেও হোবার্ট হ্যারিকেনস ১৩৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিডনি থান্ডার্স। সিডনির হয়ে হরমনপ্রীত কৌর অবশ্য মাত্র ১৪ রান করেন।

আরও পড়ুন - মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বাদ পড়তে পারেন দুই ওপেনার রাহুল-বিজয়!

.