BPL Payday: টাকার লোভেই টলে গেলেন! বিয়ে পিছোলেন প্রোটিয়া রত্ন, খেলেন শুভমনের সঙ্গেও

South Africa Batter David Miller Postponed Wedding For 150000 Dollar BPL Payday: বিপিএল খেলার জন্য় পেয়েছেন বিরাট অঙ্কের প্রস্তাব। যার জেরে বিয়েই পিছিয়ে দিলেন স্টার ক্রিকেটার!

Updated By: Mar 13, 2024, 07:24 PM IST
BPL Payday: টাকার লোভেই টলে গেলেন! বিয়ে পিছোলেন প্রোটিয়া রত্ন, খেলেন শুভমনের সঙ্গেও
বিপিএলের জন্য় বিয়ে পিছোলেন মিলার!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি পাক জোরে বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram) এবার চাঞ্চল্য়কর দাবি করলেন। তিনি জানালেন যে, টাকার লোভেই নাকি টলে গেলেন প্রোটিয়া রত্ন ডেভিড মিলার (David Miller)। যার জেরে বিয়েই পিছিয়ে দিয়েছেন তিনি।

ঝোড়ো ক্রিকেট খেলে ম্য়াচের রং যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন তিনি। তাই বাইশ গজ রামধনু দেশের নক্ষত্র ক্রিকেটারের নাম দিয়েছে 'কিলার মিলার'। এহেন মিলার দিন দুয়েক আগে কেপটাউনে আংটি বদল করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ক্য়ামিলা হ্য়ারিসের (Camilla Harris) সঙ্গেই।

আরও পড়ুন: 100 Crore In IPL Auction: প্রবল ধনবর্ষা ১০ ভারতীয়র, আইপিএল খেলেই ১০০ কোটি টাকা! নক্ষত্রখচিত তালিকায় কারা?

মিলার আইপিএল খেলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে। জিতেছেন ট্রফিও। এবার তাঁকে বাংলাদেশ প্রিমিয়র লিগের (Bangladesh Premier League, BPL  2024) দল ফরচুন বরিশাল (Fortune Barishal) লিগের অন্তিম তিন ম্য়াচ খেলার প্রস্তাব দিয়েছে।

১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলারের প্রস্তাব গিয়েছে মিলারের কাছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকার কাছাকাছি। আক্রম জানিয়েছেন যে, তিনি পাকিস্তান সুপার লিগে (PSL) ব্য়স্ত থাকায় বিপিএলের খবর একটু পরেই পেয়েছেন।

এখন দেখার মিলার বিপিএলের ফ্র্যাঞ্চাইজির হয়ে শেষ তিন ম্য়াচ খেলেন কিনা! আগামী ২৪ মার্চ আহমেদাবাদে গুজরাত টাইটান্সের আইপিএল অভিযান শুরু হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মিলারের দিকে আলাদা নজর থাকবেই। গতবছর গুজরাত টাইটান্সের কাছে ট্রফি ধরে রাখার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তারা ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে হেরে যায়। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ম্যাচের শেষ বলে চার হাঁকিয়ে অবিশ্বাস্য ম্য়াচ জিতিয়ে দেন। আর এর সঙ্গেই মুম্বইয়ের সঙ্গে রেকর্ড পঞ্চমবার আইপিএল জেতে চেন্নাই।

আরও পড়ুন: WATCH | Hardik Pandya | IPL 2024: 'দেশের হয়ে খেলে না, সোজা আইপিএল'! হার্দিককে তীব্র কটাক্ষ প্রাক্তন নক্ষত্রের

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.