রাবাদা, বাভুমা, ডুমিনি, এলগারদের দাপটে অস্ট্রেলিয়া ঘরের মাঠেও টেস্টে কুপোকাত্

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজের প্রথম টেস্ট জিতে নিল দক্ষিণ আফ্রিকা। পারথের ওয়াকা টেস্টে প্রোটিওরা জিতল ১৭৭ রানে! ফ্যাফ ডুপ্লেসির দল দেখালো, অস্ট্রেলিয়া আর সেই অস্ট্রেলিয়া নেই। পারথ টেস্ট যেভাবে এগোলো এক ঝলকে জেনে নিন -

Updated By: Nov 7, 2016, 02:04 PM IST
রাবাদা, বাভুমা, ডুমিনি, এলগারদের দাপটে অস্ট্রেলিয়া ঘরের মাঠেও টেস্টে কুপোকাত্

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজের প্রথম টেস্ট জিতে নিল দক্ষিণ আফ্রিকা। পারথের ওয়াকা টেস্টে প্রোটিওরা জিতল ১৭৭ রানে! ফ্যাফ ডুপ্লেসির দল দেখালো, অস্ট্রেলিয়া আর সেই অস্ট্রেলিয়া নেই। পারথ টেস্ট যেভাবে এগোলো এক ঝলকে জেনে নিন -

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

প্রথমে ব্যাট করে মাত্র ২৪২ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। অসিদের হয়ে মিচেল স্টার্ক, মিচেল মার্শরা দুরন্ত বল করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে অসিরা প্রথম ইনিংসে করে ২৪৪ রান। অর্থাত্‍, মাত্র ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার দক্ষিণ আফ্রিকা তোলে ৮ উইকেটে ৫৪০ রান। ডুমিনি এবং এলগার দুজনেই সেঞ্চুরি করেন। ৫৩৯ রান তাড়া করতে  নেমে ৩৬১ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। রাবাদা নেন ৫ উইকেট। ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন রাবাদা।

আরও পড়ুন  টিম ইন্ডিয়া যখন টেস্টের প্রস্তুতি নিচ্ছে, ধোনি তখন কী করছেন জানেন?

.