আজ জিততেই হবে স্পেনকে

আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন স্পেন। প্রথম ম্যাচেই ইতালির বিরুদ্ধে ড্র করার পর গ্রুপ সি থেকে শেষ আটে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে স্প্যানিশ আর্মাডাকে।

Updated By: Jun 14, 2012, 09:37 PM IST

আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন স্পেন। প্রথম ম্যাচেই ইতালির বিরুদ্ধে ড্র করার পর গ্রুপ সি থেকে শেষ আটে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে স্প্যানিশ আর্মাডাকে।
প্রথম ম্যাচের পর ডেল বস্কের ডিফেন্স ও আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছিল। দুরন্ত পাসিং ফুটবল ইতালি ম্যাচেও উপহার দিলেও ভিয়ার অনুপস্থিতি বারবার সমস্যায় ফলে দিচ্ছিল স্পেনকে। আজুরিদর বিরুদ্ধে ৬৭২টি পাস খেলেছেন ফ্যাব্রেগাসরা। এই ম্যাচে দুটি পরিবর্তন করতে পারেন কোচ ডেলবস্কে। প্রথম একাদশে ফিরতে পারেন টোরেস। সেক্ষেত্রে বসতে হতে পারে ফ্যাব্রেগাসকে।দলে ফিরছেন বাস্কোয়েটসও। অন্যদিকে আয়ারল্যন্ডের প্রথম একাদশে পরিবর্তন হচ্ছে। কেভিন ডোয়েলের প্রথম একাদশে খেলার সম্ভাবনা কম। ডোয়েল যদি না খেলেন তবে স্পেনের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে পঞ্চাশতম ম্যাচ খেলা হবেনা এই তারকার। কোচ ত্রাপাত্তোনিরএই ম্যাচে ভরসা সেই কিন-ম্যাকজেডি।
 

.