মেগা ম্যাচে মুখোমুখি স্পেন, পর্তুগাল

আজ ইউরোর মেগা সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি পর্তুগাল। বিশ্বকাপে স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। সেই হারের বদলা নিতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অপরদিকে পরপর ৩ টে বড় টুর্নামেন্টে ফাইনাল খেলার হাতছানি দেল বস্কে-র দলের সামনে।

Updated By: Jun 27, 2012, 09:46 AM IST

আজ ইউরোর মেগা সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি পর্তুগাল। বিশ্বকাপে স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। সেই হারের বদলা নিতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অপরদিকে পরপর ৩ টে বড় টুর্নামেন্টে ফাইনাল খেলার হাতছানি দেল বস্কে-র দলের সামনে।
মেগা সেমিফাইনালের আগে দুই শিবিরে কার্যত এল ক্লাসিকোর মেজাজ। দুই দলেই বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের ফুটবলারের ছড়াছড়ি। স্পেনের মাঝমাঠের ভরসা বার্সার জ্যাভি-ইনিয়েস্তা আর রিয়ালের জ্যাভি অ্যালেন্সো। তেমনই ইউরোর মেগা ফাইনালে যাওয়ার জন্য পর্তুগালের ভরসা রিয়াল মাদ্রিদের রোনাল্ডো, পেপে আর ফাবিও কোয়েনট্রাও। স্পেনের টিকি-টাকা ফুটবলের থেকেও ইউরোর মঞ্চে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলের রাজা হয়েও আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারেননি মেসি। সি আর সেভেনের সামনে সুযোগ থাকছে দেশকে ইউরো কাপ এনে দেওয়ার।
গত ছয় বছরের মধ্যে বড় কোনও টুর্নামেন্টে এটাই রোনাল্ডোর সেরা ফর্ম। বিশ্বচ্যাম্পিয়ন কোচ দেল বস্কের ভাবনাতেও রোনাল্ডো আর নানি জুটি। রোনাল্ডোর গতি সম্পর্কে নিজের ডিফেন্ডারদের সতর্ক করে দিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। স্পেনের থেকে পর্তুগাল দুদিন অতিরিক্ত বিশ্রাম পেয়েছে।যাকে অ্যাডভান্টেজ হিসাবেই দেখছে স্পেন শিবির। রোনাল্ডোদের বিরুদ্ধে দেল বস্কে টোরেসকে প্রথম এগারোয় রাখেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন স্পেনের অদিনায়ক ইকার ক্যাসিয়াস। প্রথম ফুটবলার হিসাবে জাতীয় দলের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ জেতার সুযোগ বিশ্বকাপজয়ী অধিনায়কের সামনে।নিজের রেকর্ডের থেকেও দলকে ফাইনালে দেখতে চান স্পেন অধিনায়ক। তাঁর কথায়,নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে স্পেন ফাইনালে উঠবেই। দুবছর আগে বিশ্বকাপে ভাল না খেলেও পর্তুগালকে হারিয়ে দিয়েছিল স্পেন।সেই হারের বদলা নিতে মুখিয়ে রোনাল্ডোরা।

.