ভারতীয় অলিম্পিক সংস্থার সাম্মানিক সভাপতি পদে বসছেন না সুরেশ কালমাদি

দিনভর নাটকের পর ক্রীড়ামন্ত্রকের চাপে ডিগবাজি খেলেন সুরেশ কালমাদি। তার আইনজীবী জানিয়ে দিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার সাম্মানিক সভাপতি পদে বসছেন না কালমাদি।

Updated By: Dec 28, 2016, 08:48 PM IST
ভারতীয় অলিম্পিক সংস্থার সাম্মানিক সভাপতি পদে বসছেন না সুরেশ কালমাদি

ওয়েব ডেস্ক : দিনভর নাটকের পর ক্রীড়ামন্ত্রকের চাপে ডিগবাজি খেলেন সুরেশ কালমাদি। তার আইনজীবী জানিয়ে দিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার সাম্মানিক সভাপতি পদে বসছেন না কালমাদি।

মঙ্গলবার কালমাদি এবং অভয় চৌতালাকে আজীবন সাম্মানিক সভাপতি পদ দেওয়া হয়। কিন্তু তারপরই আইওএর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। আইওএর সমালোচনা করে সিদ্ধান্ত বদল করতে চাপ বাড়ায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল শোকজও করেন আইওএকে।

এদিকে সাম্মানিক সভাপতি পদে কালমাদির নিয়োগের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে আইওএ-র অন্দরমহলে। কলকাতায় ফিরে BOA সভাপতি জানিয়েছেন আইওএ-র এজিএমের এজেন্ডায় সাম্মানিক সভাপতি পদের কথা উল্লেখই ছিল না। তবে সুরেশ কালমাদি ক্রীড়ামন্ত্রকের চাপে মাথা নোয়ালেও অভয় চৌতালা সেই পথে হাঁটেননি। তিনি উল্টে ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের বিরুদ্ধে তোপ দেগেছেন।

আরও পড়ুন, ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের প্রথম ম্যাচের ১৮ দিন আগেই সব টিকিট শেষ

.