১১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন টেলর

Updated By: Nov 16, 2015, 08:16 PM IST
১১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন টেলর

অস্ট্রেলিয়া ৫৫৯/৯ (ডি), ২৫৮/২
নিউজিল্যান্ড ৬২৪

ওয়েব ডেস্ক: আর মাত্র ১০ রানের জন্য ত্রিশতরানটা পেলেন না ঠিকই। কিন্তু এমন এক কাণ্ড ঘটালেন যা নিয়ে গর্ব করতে পারেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে টেলর করেন ২৯০ রান। ৫৬৭ মিনিট ক্রিজে থেকে ৩৭৪ বল খেলার পর টেলরকে আউট করেন লিঁয়। টেলরই এখন অস্ট্রেলিয়ার মাটিতে করা কোনও বিদেশী ক্রিকেটারের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।

১১২ ধরে এই রেকর্ডটা ছিল ইংল্যান্ডের টিপ ফোস্টারের দখলে। ১৯০৩ সালে সিডনি টেস্টে ফোস্টার করেছিলেন ২৮৭ রান। টেলরের সৌজন্যেই নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬৫ রানের লিড নেয়। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার লিড ১৯৩ রানের, হাতে ৮ উইকেট। পারথ টেস্টের শেষ দিন অধিনায়ক স্মিথ কী করেন সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Tags:
.