বিশ্বকাপে ধোনিরা সেমিফাইনালে উঠতে পারবে না, ভবিষ্যত্‍বাণী মাইক হাসির

ভবিষ্যতবানীর ঢঙে হাসি বলেছেন, টিম ইন্ডিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারবে না।

Updated By: Feb 18, 2015, 03:32 PM IST
বিশ্বকাপে ধোনিরা সেমিফাইনালে উঠতে পারবে না, ভবিষ্যত্‍বাণী মাইক হাসির

 

ওয়েব ডেস্ক: অ্যাডিলেডে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ভারতীয় দলকে নিয়ে ক্রিকেট মহলের ধারনা যতই বদলে যাক, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি কিন্তু মহেন্দ্র সিং ধোনির দলকে নিয়ে বিশেষ আশাবাদী নয়। ভবিষ্যতবানীর ঢঙে হাসি বলেছেন, টিম ইন্ডিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারবে না।

তবে ভবিষ্যতে এই দল ভাল করবে বলে জানিয়েছেন 'মিস্টার ক্রিকেট'। চলতি সফরে ভারতীয় দলের খেলা দেখে হাসির মনে হয়েছে প্রতিভা অনেক রয়েছে, তবে এবারের বিশ্বকাপে নয় আগামী বছর গুলিতে ভাল করবে এই দল। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দেশ খেলবে? এই প্রশ্নের উত্তরে হাসি জানান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। ভারতীয়দের সমস্যার কারণ শর্ট পিচ বল নয় বলেও হাসি জানান।

বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে।

.