সম্রাট পেলের উত্তরসুরি যুবরাজ মেসি পেলেন 'টেলস্টার'!

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের আইকনিক টেলস্টার ফুটবল ফিরছে মস্কোতে। ৩২ প্যানেল বিশিষ্ট ফুটবলকে নতুন আঙ্গিকে নিয়ে আসল ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক জার্মান সংস্থা অ্যাডিডাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা'র মঞ্চে নব রূপ উন্মোচিত টেলস্টার-এর। রাশিয়া ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টেলস্টার ১৮-এ, আনুষ্ঠানিক ঘোষণা করেছে ফিফা। 

Updated By: Nov 10, 2017, 11:24 AM IST
সম্রাট পেলের উত্তরসুরি যুবরাজ মেসি পেলেন 'টেলস্টার'!

নিজস্ব প্রতিবেদেন: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফিরছে পাঁচ দশকের পুরনো ইতিহাস। এককথায় 'ইতিহাসের পুনরাবৃত্তি'। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের আইকনিক টেলস্টার ফুটবল ফিরছে মস্কোতে। ৩২ প্যানেল বিশিষ্ট ফুটবলকে নতুন আঙ্গিকে নিয়ে আসল ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক জার্মান সংস্থা অ্যাডিডাস। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা'র মঞ্চে নব রূপ উন্মোচিত টেলস্টার-এর। রাশিয়া ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টেলস্টার ১৮-এ, আনুষ্ঠানিক ঘোষণা করেছে ফিফা। 

আরও পড়ুন- রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসে ভয় বিরাটের!

কেন ফিরিয়ে নিয়ে আনা হল টেলস্টার কে? বিশ্বকাপের ফুটবল তৈরির দায়িত্বে থাকা অ্যাডিডাস জানিয়েছে, ফুটবলপ্রেমীদের কাছে আইকনিক টেলস্টার নিয়ে একটা ভিন্ন উন্মাদনা রয়েছে, মানুষ এর ইতিহাস জানে। সেই ঐতিহ্যের পুনরুদ্ধারের জন্যই টেলস্টার-র 'রিমেক' করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডিডাস। ১৯৭০ এবং ১৯৭৪, পরপর দু'বার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই টেলস্টার ফুটবলেই। 

আরও পড়ুন- টি-টোয়েন্টিতে ১০ উইকেট তুলে নজির আকাশের!

বিশ শতকের শুরুতে দুনিয়া দেখেছিল ব্রাজুকা আর জাবুলানির 'দাদাগিরি'। ২০১০-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে জাবুলানি-তে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল ছিল ব্রাজুকা। এবার ২০১৮ ফুটবল বিশ্বকাপ খেলা হবে ৪৮ বছরের পুরনো আইকনিক টেলস্টার-এ। বয়সে পুরনো হলেও আধুনিকতার ছোঁয়ায় বাকিদের টেক্কা দেবে টেলস্টার, আশাবাদী অ্যাডিডাস। 

আরও পড়ুন- 'পছন্দ হয়নি তোমার বউ', ২২ বছরে বিয়ে করা নিয়ে তাসকিনকে বিদ্রূপ

মেক্সিকো বিশ্বকাপে টেলস্টার ফুটবলেই বিশ্বজয় করেছিলেন ফুটবল সম্রাট পেলে। ইতালিকে ১-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেলের ব্রাজিল। সেই ঐতিহ্যের টেলস্টার-কে পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবল যুবরাজ বলছেন, "বিশ্বকাপের আগেই টেলস্টার-কে পাওয়া আমার কাছে সৌভাগ্যের। নকশা, রং-সব দিক থেকেই এই ফুটবল আমার ভীষণ পছন্দের।" 

.