সেই মূহূর্ত যা মেসি কোনও দিন ভুলবেন না!
বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসি। কিন্তু দেশের জার্সিতে তাঁর সাফল্যের বড় কোনও নজির থাকল না। বরং শেষ মূহূর্তটা শুধুই ব্যর্থতার।
ওয়েব ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসি। কিন্তু দেশের জার্সিতে তাঁর সাফল্যের বড় কোনও নজির থাকল না। বরং শেষ মূহূর্তটা শুধুই ব্যর্থতার।
খেলোয়াড় হিসাবে ব্যক্তিগত ফুটবল নৈপূণ্যে বহু শৃঙ্গই জয় করেছেন মেসি। আসাধারণ ফুটবল উপহার দিয়েছেন গোটা দুনিয়াকে। আর সেই তিনি কিনা আটকে গেলেন একটা সামান্য পেনাল্টিতে এবং এটাও বলা হচ্ছে যে আজকের কোপা আমেরিকার ফাইনালে মেসির এই পেনাল্টি মিসটাই নাকি তাঁর প্রথম পেনাল্টি শটে ব্যর্থতা। একথাও অনেকের মুখেই শোনা যাচ্ছে যে ওই পেনাল্টিটা মেসি মিস না করলে খেলার ফল পাল্টে যেতে পারত। আর তার চেয়েও বড় কথা, আন্তর্জাতীক ফুটবল হয়ত হারাত না এল এমকে।
আজ, আর্জেন্টিনার গোল কিপার সের্গিও রোমারিও যখন আর্তুরো ভিদালের পেনাল্টি শটটা বাঁচিয়ে দিলেন তখনই আর্জেন্তিনীয় জনতা আনন্দে গর্জে উঠে তাতিয়ে দেয় দলকে। এরপরই মেসি যান বিপক্ষের জালে বল জড়াতে। কিন্তু তারপর কী হল দেখে নিন-