Jonny Bairstow, The Ashes 2023: প্রতিবাদকারীকে চ্যাংদোলা করে মাঠের বাইরে পাঠালেন 'বাহুবলী' বেয়ারস্টো! হেসে লুটোপুটি খেলেন অশ্বিন

'জাস্ট স্টপ অয়েল' সংগঠনের দুই বিক্ষোভকারী মাঠে প্রবেশ করেন। দুজনেই পিচ নষ্ট করার চেষ্টা করলেও তাদের পরিকল্পনা সফল হতে দেননি বেয়ারস্টো। দুই বিক্ষোভকারীকে মাটি ও এবং বিশেষ করে পিচে কমলা পাউডার পেইন্ট ছড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের একজনকে পিচের কাছে ফেলে দিয়ে মাঠের নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 28, 2023, 06:12 PM IST
Jonny Bairstow, The Ashes 2023: প্রতিবাদকারীকে চ্যাংদোলা করে মাঠের বাইরে পাঠালেন 'বাহুবলী' বেয়ারস্টো! হেসে লুটোপুটি খেলেন অশ্বিন
'বাহুবলী' বেয়ারস্টোকে দেখে হাসলেন অশ্বিন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক বছরের মতো ফের একবার ইংল্যান্ড (England) ও লন্ডন (Londan) শহরে 'জাস্ট স্টপ অয়েল' (Just Stop Oil Protests) বিক্ষোভ চাগার দিয়েছে। ইংলিস প্রিমিয়ার লিগ কিংবা রাগবি লিগের পর এবার সেই বিক্ষোভের ছবি ফের দেখা গেল লর্ডসে (The Lords) । চলতি অ্যাশেজের (The Ashes 2023) দ্বিতীয় টেস্ট চলার সময়। লর্ডস টেস্টে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) ও উসমান খোয়াজা (Usman Khawaja) ক্রিজে নামার কিছুক্ষণ পরেই, খেলায় বিঘ্ন ঘটে। প্রথম ওভার শেষ হওয়ার পরেই পর মাঠে ঢুকে পড়েন এক বিক্ষোভকারী। প্রতিবাদকারী মাঠে ঢোকার পর জনি বেয়ারস্টো (Jonny Bairstow) তাঁকে কোলে তুলে নিয়ে মাঠ থেকে বের করে দেন। ইংরেজদের ব্যাটার-উইকেটকিপারের এমন কীর্তি দেখে অনেকেই তাঁকে 'বাহুবলী' বলে আখ্যা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার এমন দৃশ্য ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। সেই ঘটনার জন্য খেলা কিছুক্ষণের জন্য বন্ধও থাকে। পুরো ঘটনা দেখার মজার টুইট করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandra Ashwin)। 

প্রথম ওভারের পর হঠাৎ একজন প্রতিবাদী মাঠে প্রবেশ করেন। এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে যান জেমস অ্যান্ডারসন (James Anderson)-স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) মতো ক্রিকেটার। তবে বেয়ারস্টো থেমে থাকেননি। সেই বিক্ষোভকারীকে কোলে তুলে নিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন এই মারকুটে ব্যাটার। 'জাস্ট স্টপ অয়েল' নামে প্রতিবাদ করা মানুষরা যুক্তরাজ্য সরকারের নতুন তেল, গ্যাস ও কয়লা প্রকল্পের বিরোধিতা করছেন। যত দ্রুত সম্ভব এমন প্রকল্পের লাইসেন্স বাতিল করার দাবি তুলেছেন তাঁরা। অ্যাশেজের দ্বিতীয় ম্যাচেও এর প্রভাব দেখা গেল।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এমন দৃশ্য দেখা গিয়েছিল, যা সবাইকে অবাক করে দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বেয়ারস্টো নিজেই একজন প্রতিবাদকারীকে তুলে নিয়ে মাঠের বাইরে ফেলে দেন। সেটা দেখার পর অশ্বিন হেসে লুটোপুটি হয়ে যান। এবং টুইটারে লিখেছেন, 'দ্বিতীয় টেস্ট দারুণ ভাবে শুরু  হল। বেয়ারস্টো ভার তোলার কাজ শুরু করে দিয়েছে!'  

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদে হোটেল ভাড়া একদিনে ৪০ থেকে ৮০ হাজার! ভারত-পাক মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

'জাস্ট স্টপ অয়েল' সংগঠনের দুই বিক্ষোভকারী মাঠে প্রবেশ করেন। দুজনেই পিচ নষ্ট করার চেষ্টা করলেও তাদের পরিকল্পনা সফল হতে দেননি বেয়ারস্টো। দুই বিক্ষোভকারীকে মাটি ও এবং বিশেষ করে পিচে কমলা পাউডার পেইন্ট ছড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের একজনকে পিচের কাছে ফেলে দিয়ে মাঠের নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন। এর কিছুক্ষণ পরেই বেয়ারস্টো ব্যাপারটা নিজের হাতে তুলে নেন। বেয়ারস্টো নিজেই অন্য প্রতিবাদীকে থামিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন। তিনি নিজেই তাঁকে তুলে নিয়ে বাউন্ডারির ​​বাইরে নামিয়ে দেন, যেখানে নিরাপত্তারক্ষীরা তাঁকে হেফাজতে নেন।

আসলে ‘জাস্ট স্টপ অয়েল’ সংগঠন গত ৩-৪ বছর ধরে ইউরোপসহ পশ্চিমের একাধিক দেশ এভাবেই প্রতিবাদ করে আসছে। বিশ্বব্যাপী তেলের ব্যবহার বন্ধের দাবিতে  প্রতিবাদকারীরা এক অদ্ভুত উপায়ে বিক্ষোভ করছে। ফুটবল থেকে টেনিস পর্যন্ত বড় টুর্নামেন্টে, বিক্ষোভকারীরা মাঠের মাঝে ঢুকে   মাঠে প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া বিখ্যাত যাদুঘর এবং আর্ট গ্যালারিতেও, এই প্রতিবাদকারী কমলা পাউডার পেইন্ট দিয়ে জিনিসগুলি নষ্ট করছে। ভবিষ্যতে এই প্রতিবাদের জন্য কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.