এই মেয়ের বোলিং অ্যাকশন বুমরার মতো? নাকি ভাজ্জির মতো? দ্বন্দ্বে নেটদুনিয়া

আকাশ চোপড়া সেই মেয়ের বোলিং অ্যাকশন-এর স্লো মোশন ভিডিয়ো শেয়ার করেছেন। 

Updated By: Oct 25, 2019, 08:29 PM IST
এই মেয়ের বোলিং অ্যাকশন বুমরার মতো? নাকি ভাজ্জির মতো? দ্বন্দ্বে নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদন : কার মতো বোলিং অ্যাকশন? জসপ্রিত বুমরার মতো? নাকি হরভজন সিংয়ের মতো? এক মেয়ের বোলিং অ্যাকশন দেখে দ্বন্দ্বে পড়েছে নেটদুনিয়া। মেয়েটির বোলিং অ্যাকশন চোখ ধাঁধানো। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এই মেয়ের বোলিং অ্যাকশন-এ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তার পর থেকেই দ্বন্দ্বে পড়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কেউ বলছেন, কোনও সন্দেহ নেই, মেয়েটির বোলিং অ্যাকশন পুরো ভাজ্জির মতো। আরেকদল বলছে, বুমরার অ্যাকশন-এর সঙ্গে হুবহু মিল রয়েছে মেয়েটির বোলিং স্টাইল-এর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনা এই নিয়ে।

আরও পড়ুন-  বড় ধাক্কা! ভারত সফরের আগে ছিটকে গেলেন বাংলাদেশের ভরসার অলরাউন্ডার

আকাশ চোপড়া সেই মেয়ের বোলিং অ্যাকশন-এর স্লো মোশন ভিডিয়ো শেয়ার করেছেন। মেয়েটির অবশ্য পরিচয় জানা যায়নি। হরভজন সিংকে ট্যাগ করেছেন আকাশ চোপড়া। টুইটারে তিনি লিখেছেন, 'মেয়েটি মনে হচ্ছে তোমার বোলিং অ্যাকশনে অনুপ্রাণিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের অনেক কমবয়সী স্পিনারের কাছে তুমি এভাবেই আইডল হয়ে আছো!' আকাশ চোপড়ার কথায় অনেকেই সহমত পোষণ করেছেন। অনেকে আবার বলেছেন, মেয়েটির বোলিং অ্যাকশন হরভজনের মতো নয়। জসপ্রিত বুমরার মতো। কেউ কেউ আবার বলেছেন, মেয়েটি একইসঙ্গে ভাজ্জি ও বুমরা, দুজনেরই বোলিং অ্যাকশন নকল করতে পারে। 

.