মাছি মারতে কামান দাগল রাশিয়া!

গরমকালে শহরে মাছির উত্পাত বেড়েছে... 

Updated By: Jun 27, 2018, 01:15 PM IST
মাছি মারতে কামান দাগল রাশিয়া!

নিজস্ব প্রতিবেদন: রাশিয়া বিশ্বকাপে সংগঠকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মাছি।  ভলগোগ্রাদে মাছির বড় উত্পাত। তাই আইসল্যান্ড এবং নাইজেরিয়া ম্যাচের আগে সতর্ক ছিল স্থানীয় প্রশাসন। ম্যাচ দেখার সময় যাতে দর্শকদের কোনও অসুবিধা না হয় তাই স্টেডিয়ামের চারপাশে অসুধ ছড়ানো হয়েছিল।

আরও পড়ুন- মেসির লক্ষ্যভেদ! নাইজেরিয়া ম্যাচে একগুচ্ছ রেকর্ড ফুটবল রাজপুত্রের

ইংল্যান্ড এবং টিউনিশিয়া ম্যাচেও মাছির জন্য স্টেডিয়ামে দর্শকদের খুব অসুবিধা হয়েছিল। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাশিয়া সরকার। শুধু স্প্রেই নয় দর্শকদের জন্য মেডিকেটেড টিশুরও ব্যবস্থা রয়েছে।  ভলগোগ্রাদ শহর প্রচুর পুকুর এবং ডোবা রয়েছে। যার ফলে গরমকালে শহরে মাছির উত্পাত বেড়ে যায়।

আরও পড়ুন- রোনাল্ডকে লাল কার্ড কেন নয়? তোপ সিআরসেভেনর প্রাক্তন কোচের!

.