গুয়ামের কাছে হেরে বিশ্বকাপকে দূরের গ্রহে ঠেলে দিলেন সুনীলরা

Updated By: Jun 16, 2015, 09:12 PM IST
গুয়ামের কাছে হেরে বিশ্বকাপকে দূরের গ্রহে ঠেলে দিলেন সুনীলরা

গুয়াম (২) ভারত (১)

ওয়েব ডেস্ক: রাশিয়া বিশ্বকাপকে এখন থেকেই দূর গ্রহে পাঠিয়ে দিল ভারতীয় ফুটবল দল। প্রশান্ত মহাসাগরের ছোট একটা দ্বীপের দেশ গুয়ামের কাছে হেরে গেলেন সুনীল ছেত্রীরা। বিশ্বকাপের যোগ্যতানির্ণয়ক পর্বের ম্যাচে আয়োজক গুয়ামের কাছে ভারত হারল ১-২ গোলে। মাত্র দেড় লক্ষ জনসংখ্যার দেশ গুয়াম ৬২ মিনিটের মধ্যে দু গোলে এগিয়ে ছিল। খেলার একেবারে শেষ দিকে সুনীল ছেত্রীর গোলে ব্যবধান কমায় ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে গুয়ামের চেয়ে ভারত এগিয়ে ৩৩ ধাপ। তবু র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল ভারতকে হারিয়ে প্রমাণ করে দিল, আইএসএল যতই আসুক দেশের ফুটবল এখনও সেই তিমিরেই।

ওমানের পর দ্বিতীয় ম্যাচেও হেরে ভারত এখন সবার শেষে। অন্যদিকে, তুর্কিমিনিস্তানকে ১-০ গোলে হারানোর পর ভারতকে হারানো গুয়াম এখন পয়েন্ট তালিকায় সবার আগে। প্রথম ম্যাচে ওমানের কাছে ভারত হেরেছিল ১-২ গোলে।

বেঙ্গালুরতে ওমানের বিরুদ্ধে বেশ লড়াই করেছিলেন সুনীল ছেত্রী, অর্ণব মণ্ডলরা। কিন্তু এদিন গুয়ামে একেবারে ছন্নচাড়া ফুটবল খেললেন স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা। একেবারে পরিকল্পনাহীন ফুটবল উপহার দিল ভারত।

ভারতের পরবর্তী ম্যাচ ৮ সেপ্টেম্বর গ্রুপের সবচেয়ে কঠিন দল ইরান। 

.