Transfer Talk: Cristiano Ronaldo কি ফের প্রিমিয়র লিগ খেলবেন? চলছে জোর আলোচনা

জুভেন্টাসের মহাতারকা সাদা-কালো জার্সি ছেড়ে নীল জার্সিই পরতে চলেছেন!

Updated By: Aug 25, 2021, 01:06 PM IST
Transfer Talk: Cristiano Ronaldo কি ফের প্রিমিয়র লিগ খেলবেন? চলছে জোর আলোচনা

নিজস্ব প্রতিবেদন: দল বদলের খবরে রীতিমতো বিরক্ত হয়ে ফেসবুকে বিবৃতি দিতে বাধ্য় হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু তিনি যে সিআর সেভেন। ফুটবল গ্রহের অন্যতম মহাতারকা। তাঁকে নিয়ে খবর থেমে থাকে না। এখন জানা যাচ্ছে যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়র লিগের স্বাদ পাওয়া রোনাল্ডো নাকি ফের ফিরতে চলেছেন ইপিএলে! খেলতে চান এবার ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) ফরাসি সংবাদপত্র এল'ইকুইপের এমনটাই রিপোর্ট। রোনাল্ডো কেন্দ্রিক সাম্প্রতিক 'ট্রান্সফার টক' বলছে জুভেন্টাসের মহাতারকা সাদা-কালো জার্সি ছেড়ে নীল জার্সিই পরতে চলেছেন।

আরও পড়ুন: Serie A: 'বেঞ্চ বিতর্ক' থেকে গোল বাতিল ও হলুদ কার্ড! শিরোনামে Cristiano Ronaldo

দল বদলের খবর রাখা ইটালির সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোও জানিয়েছেন যে, সিটিতে যোগ দিতে পারেন পর্তুগিজ জাদুকর। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিসও নাকি পেপ গুয়ার্দিওলারা ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। রোনাল্ডোর সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে জুভেন্টাসের। ফলে চলতি মরসুমে রোনাল্ডোকে যে ক্লাব নেবে, তাকে ট্রান্সফার ফি হিসেবে জুভেন্টাসকে দিতে হবে আড়াই কোটি ইউরো। ঘটনাচক্রে এত টাকা দিয়ে সিটি কেন, কোনও ক্লাবই নিতে ইচ্ছুক নয় ইউরো কাপ জয়ী পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীকে। ফলে এটা ধরে নেওয়া যেতেই পারে যে রোনাল্ডো ইটালির ক্লাবের হয়েই খেলবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.