জানেন, এবার ক্যারিবিয়ান ক্রিকেট লিগ জিতল কোন দল?
![জানেন, এবার ক্যারিবিয়ান ক্রিকেট লিগ জিতল কোন দল? জানেন, এবার ক্যারিবিয়ান ক্রিকেট লিগ জিতল কোন দল?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/11/93305-cpl11-9-17.jpg)
ওয়েব ডেস্ক: এবারের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স। আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হন, তাহলে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের এই ফল আপনার ভাল লাগবে। রবিবার ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তোলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন কার্লোস ব্রেথওয়েট। তিনি ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ১২ রানে দুই উইকেট নেন কেভন কুপার।
আরও পড়ুন বিসিসিআইকে বিমান কেনার পরামর্শ দিলেন কপিল দেব, জানেন কেন?
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। তিন উইকেটে ম্যাচ জেতে শাহরুখ খানের দল। বোলার হিসেবে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও সফল কেভন কুপার। মাত্র ১৪ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছেন চাদউইক ওয়াল্টন। গায়ানা আমাজন ওয়ারিওর্সের এই ব্যাটসম্যান প্রতিযোগিতার সবথেকে বেশি ৪৫৮ রান করেছেন। এবারের ক্যারিবিয়ান লিগে সবথেকে বেশি উইকেট পেয়েছেন সোহেল তনবীর। ১৭টি উইকেট পেয়েছেন তিনি।
আরও পড়ুন পিসিবি-র দেওয়া ফেয়ারওয়েল নিতে অস্বীকার করলেন প্রাক্তন অধিনায়ক ইউনিস খান