চোটের ভান করে সতীর্থদের ইফতার মিল খাওয়ালেন তিউনেসিয়ার গোলরক্ষক
পর্তুগাল ম্যাচেই নয়, তুরস্ক ম্যাচেও মোয়েজ হোসেন এরকমভাবে চোটের ভান করে ইফতার মিলের সুযোগ করে দিয়েছিলেন ফুটবলারদের।
নিজস্ব প্রতিবেদন: ফুটবল মাঠে সতীর্থদের পরিত্রাতার ভূমিকায় গোলরক্ষক। তিউনেসিয়ার গোলরক্ষক চোটের ভান করায় সতীর্থরা সুযোগ পেলেন রোজা ভাঙার। সারলেন ইফতার মিলও।
আরও পড়ুন- মেসি দ্য G O A T
রমজান চলছে। তারই মধ্যে ফুটবল ম্যাচ। উপোস ভেঙে খাওয়ার সুযোগই নেই। কি হবে? ঠিক সেই সময় পরিত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন গোলরক্ষক। চোটের ভান করে শুয়ে পড়লেন মাঠে। আর সেই সুযোগে তার সতীর্থরা সেরে ফেললেন ইফতার মিল। জল এবং হাল্কা স্ন্যাকস খেয়ে রমজানের উপোস ভাঙলেন তিউনেসিয়ার ফুটবলাররা। এরকমই ঘটনা ঘটেছে পর্তুগাল-তিউনেসিয়া প্রস্তুতি ম্যাচে।
আরও পড়ুন- জাতীয় সঙ্গীত বিতর্কে মুখ খুললেন তামিম ইকবাল
ম্যাচের মাঝখানে রমজানের উপোসের ধাক্কায় ক্রমশ কাহিল হয়ে পড়েছিলেন তিউনেসিয়ার ফুটবলাররা। ঠিক সেসময় বুদ্ধি করে তেইশ বছরের গোলরক্ষক মোয়েজ হোসেন মাঠিতে লুটিয়ে পড়েন। ডাকা হয় মেডিক্যাল টিমকে। সেই সুযোগে তার সতীর্থরা জল ও হালকা খাবার খেয়ে নেন। শুধু পর্তুগাল ম্যাচেই নয়, তুরস্ক ম্যাচেও মোয়েজ হোসেন এরকমভাবে চোটের ভান করে ইফতার মিলের সুযোগ করে দিয়েছিলেন ফুটবলারদের।