চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় জয় সিটির, হোঁচট খেল ম্যান ইউ
জার্মানির হফেনহেইম তাদের ঘরের মাঠে ৪৪ সেকেন্ডে এগিয়ে যায় ইশাক বেলফোদিলের গোলে।
নিজস্ব প্রতিবেদন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। পিছিয়ে পড়েও হফেনহেইমের মাঠে ২-১ গোলে জিতল ম্যান সিটি। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে হোঁচট খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল হোসে মোরিনহোর দল।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটির শুরুটা ছিল যেন দুঃস্বপ্নের মতো। এফ-গ্রুপের ম্যাচে জার্মানির হফেনহেইম তাদের ঘরের মাঠে ৪৪ সেকেন্ডে এগিয়ে যায় ইশাক বেলফোদিলের গোলে। অলিম্পিক লিঁও-র কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা ম্যান সিটি যেন থমকে যায় আলজেরিয়ার এই ফরোয়ার্ডের করা গোলে।শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে সিটি। ৮ মিনিটে অ্যাগুয়েরোর গোলে সমতায় ফেরে সিটি। শুরুতে গোল হজম করা দুই দলই এরপর রক্ষণে জোর বাড়ায়। একের পর এক আক্রমণ করে যাওয়া সিটি এগিয়ে যায় ৮৭ মিনিটে। সৌজন্যে বের্নার্দো সিলভা। দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ য়ে দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি।
FULL-TIME | Worth his weight in GOALS! @21LVA's late winner means a vital three points in the #UCL!
Tough that, but we made it!
1-2 #tsgvcity #mancity pic.twitter.com/FNZ7TnARZv
— Manchester City (@ManCity) October 2, 2018
It ends all square. #MUFC #UCL pic.twitter.com/QlAc7HoU1T
— Manchester United (@ManUtd) October 2, 2018
অন্যদিকে খারাপ সময় যেন কাটতেই চাইছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করল হোসে মোরিনহোর দল। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার এইচ- গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চারটি ম্যাচে জয়ের দেখা নেই ইউনাইটেডের।