UCL 2019-20: শুরুতেই হার গতবারের চ্যাম্পিয়নদের, নাপোলির কাছে হারল লিভারপুল

শেষ দশ মিনিটে দুটো গোল করে ম্যাচ জিতে নেয় নাপোলি।   

Updated By: Sep 18, 2019, 08:25 AM IST
UCL 2019-20: শুরুতেই হার গতবারের চ্যাম্পিয়নদের, নাপোলির কাছে হারল লিভারপুল

নিজস্ব প্রতিবেদন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ই-গ্রুপের ম্যাচে শুরুতেই অ্যাওয়ে ম্যাচে নাপোলির কাছে হারল য়ুর্গেন ক্লপের দল।

সুযোগ এসেছিল দুই দলের কাছেই। কিন্তু কোনও দলই গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই অল্পের জন্য রক্ষা পায় লিভারপুল। প্রতি আক্রমণে সুযোগ এসেছিল কিন্তু কাজে লাগাতে পারেনি লিভারপুলও। শেষ দশ মিনিটে দুটো গোল করে ম্যাচ জিতে নেয় নাপোলি।   

বক্সের মধ্যে অ্যান্ড্রু রবার্টসন, কায়হনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ৮২ মিনিটে নাপোলিকে এগিয়ে দেন ড্রিস মের্টেন্স। আর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে লিভারপুল রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দো লরেন্তে।

আরও পড়ুন - সিন্ধুকে বিয়ে করতে চেয়ে আবেদন জানালেন সত্তরের বৃদ্ধ!

.