UEFA EURO 2020: শনিবার থেকে শুরু Round of 16, নকআউটে কে খেলবে কার সঙ্গে?

এবার লড়াই ১৬ দলের মধ্যে।

Updated By: Jun 24, 2021, 08:27 PM IST
UEFA EURO 2020: শনিবার থেকে শুরু Round of 16, নকআউটে কে খেলবে কার সঙ্গে?

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে ইউরো কাপের গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল। রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে তুরস্ক বনাম ইটালি ম্যাচ দিয়ে গত ১১ জুন পর্দা উঠেছিল ইউরোর। গত ১২ দিন ধরে ২৪ দলের খেলা চলল মোট ৬টি গ্রুপ মিলিয়ে। ৮টি দল টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল। এবার খেলা হবে ১৬ দলের মধ্যে। সেখান থেকে আবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ৮টি টিম। 

দেখে নেওয়া যাক কোন ১৬টি দল খেলবে এবার: 
গ্রুপ চ্যাম্পিয়ন-ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন এবং ফ্রান্স। 
গ্রুপ রানার্স- ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন এবং জার্মানি। 
সেরা তৃতীয় স্থানাধিকারী দল- সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন এবং পর্তুগাল।

ভারতীয় সময়ে কবে কোথায় শেষ ১৬-র লড়ই:

২৬ জুন (শনিবার)- ওয়েলস বনাম ডেনমার্ক (রাত ৯টা ৩০ মিনিট, আমস্টারডাম)

২৭ জুন (রবিবার)- ইটালি বনাম অস্ট্রিয়া (রাত ১২টা ৩০ মিনিট, লন্ডন), নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র (রাত ৯টা ৩০ মিনিট, বুদাপেস্ট)

২৮ জুন (সোমবার)- ক্রোয়েশিয়া বনাম স্পেন (রাত ৯টা ৩০ মিনিট, কোপেনহেগেন), বেলজিয়াম বনাম পর্তুগাল (রাত ১২টা ৩০ মিনিট, সেভিয়া)

২৯ জুন (মঙ্গলবার)- ইংল্যান্ড বনাম জার্মানি (রাত ৯টা ৩০ মিনিট, লন্ডন),  ফ্রান্স বনাম সুইজারল্যান্ড (রাত ১২টা ৩০ মিনিট, বুখারেস্ট)

৩০ জুন (বুধবার)- সুইডেন বনাম ইউক্রেন ( রাত ১২টা ৩০ মিনিট, গ্লাসগো)

আরও পড়ুন: UEFA EURO 2020: France এর সঙ্গে ড্র করে নক আউটে Portugal, জোড়া গোলে রেকর্ড Ronaldo-র

আরও পড়ুন: UEFA EURO 2020: রুদ্ধশ্বাস ম্যাচেও স্বপ্নভঙ্গ Hungary-র, ড্র করে নকআউট পর্বে Germany

আরও পড়ুন: UEFA EURO 2020: গ্রুপ চ্যাম্পিয়ন Sweden, জোড়া গোলেও ট্র্যাজিক নায়ক Lewandowski

আরও পড়ুন: UEFA EURO 2020: স্লোভাকিয়াকে পাঁচ গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় Spain

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.