পারথ টেস্টে কি দলে ফিরছেন পৃথ্বী?

ফিট হয়ে উঠলে পৃথ্বী প্রথম একাদশে অটোমেটিক চয়েস। সেক্ষেত্রে কেএল রাহুল বা মুরলী বিজয়ের মধ্যে যে কোনও একজন বাদ পড়বে।

Updated By: Dec 13, 2018, 08:33 AM IST
পারথ টেস্টে কি দলে ফিরছেন পৃথ্বী?

নিজস্ব প্রতিবেদন :  সিডনিতে প্রস্তুতি ম্যাচে লিগামেন্টে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ওপেনার পৃথ্বী শ কে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি পৃথ্বী। অ্যাডিলেডে ওপেনিং-এ সমস্যা রয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে রাহুল-বিজয় চেষ্টা করেছিলেন কিন্তু ভালো শুরু করেও শেষ রক্ষা হয়নি। এখন প্রশ্ন, পারথে দ্বিতীয় টেস্টে কি তিনি খেলতে পারবেন! শুক্রবার থেকে পারথে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন - বিশ্বকাপ হকির শেষ আটের লড়াইয়ে আজ ভারতের সামনে ডাচ চ্যালেঞ্জ

অ্যাডিলেডে প্রথম টেস্টের শেষ দিন পৃথ্বীকে জগিং করতে দেখা যায়। জগিং করলেও পৃথ্বীর বাঁ-পায়ে বিশেষ ধরণের ব্যান্ডেজ বাঁধা রয়েছে। অর্থাত্ পুরোপুরি ফিট নন তিনি। সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে নামানোটা বড় বেশি ঝুঁকি হয়ে যেতে পারে। ১-০ তে টেস্টে এগিয়ে থাকা টিম ইন্ডিয়াও পৃথ্বীর ব্যাপারে ধীরে চলো নীতি নিতে চাইছে। ফিট হয়ে উঠলে পৃথ্বী প্রথম একাদশে অটোমেটিক চয়েস। সেক্ষেত্রে কেএল রাহুল বা মুরলী বিজয়ের মধ্যে যে কোনও একজন বাদ পড়বে। প্রথম টেস্টের নীরিখে বাদ পড়ার সম্ভবনা বেশি বিজয়েরই।

আরও পড়ুন - কোহলি পছন্দের কোচ পেলে, হরমনপ্রীত কেন পাওয়ারকে বেছে নিতে পারবেন না? প্রশ্ন তুললেন ডায়না

দ্রুত সেরে উঠছেন পৃথ্বী। পারথে দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও মেলবোর্ণে বক্সিং ডে টেস্টে পুরো ফিট পৃথ্বী মাঠে নামতে পারবেন বলেই আশাবাদী ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে পারথের পেস সহায়ক উইকেটে আরও একবার সুযোগ থাকছে মুরলী বিজয়ের। তাছাড়া অ্যাডিলেডের উইনিং কম্বিনেশনও ধরে রাখতে চাইছে ভারতীয় দল। তবে ফর্মে থাকা মুম্বই ব্যাটসম্যানের ছিটকে যাওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

.