সোমবার ভোরে কোপা আমেরিকা অভিযান শুরু করছে উরুগুয়ে

 সোমবার ভোরে কোপা আমেরিকা অভিযান শুরু করছে উরুগুয়ে। প্রথম ম্যাচেই অস্কার ত্যাবারেজের দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। অ্যারিজোনায় সুয়ারেজহীন উরুগুয়েকে মোকাবিলা করতে হবে স্বপ্নের ফর্মে থাকা মেক্সিকোকে। কোপার ইতিহাসে উরুগুয়েই সবচেয়ে সফল দল। পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান মনে রাখতে চাইছে না তারা। সুয়ারেজের অনুপস্থিতিকে বড় ফ্যাক্টর হিসাবে দেখা হচ্ছে। চলতি মরসুমে স্বপ্নের ফর্মে ছিলেন তারকা স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য সোমবারের ম্যাচে মাঠের বাইরে তিনি। অন্যদিকে নতুন কোচ জুয়ান কার্লোস ওসোরিও-র অধীনে দুরন্ত ফর্মে রয়েছে মেক্সিকো। নতুন কোচের অধীনে টানা সাত ম্যাচ জিতেছে তারা। শুধু তাই নয় টানা উনিশ ম্যাচে অপরাজিত মেক্সিকো। কোপায় এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। দুরন্ত ফর্ম বজায় রেখে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে মরিয়া জ্যাভিয়ার হার্নান্ডেজরা।

Updated By: Jun 5, 2016, 10:49 PM IST
সোমবার ভোরে কোপা আমেরিকা অভিযান শুরু করছে উরুগুয়ে

ওয়েব ডেস্ক:  সোমবার ভোরে কোপা আমেরিকা অভিযান শুরু করছে উরুগুয়ে। প্রথম ম্যাচেই অস্কার ত্যাবারেজের দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। অ্যারিজোনায় সুয়ারেজহীন উরুগুয়েকে মোকাবিলা করতে হবে স্বপ্নের ফর্মে থাকা মেক্সিকোকে। কোপার ইতিহাসে উরুগুয়েই সবচেয়ে সফল দল। পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান মনে রাখতে চাইছে না তারা। সুয়ারেজের অনুপস্থিতিকে বড় ফ্যাক্টর হিসাবে দেখা হচ্ছে। চলতি মরসুমে স্বপ্নের ফর্মে ছিলেন তারকা স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য সোমবারের ম্যাচে মাঠের বাইরে তিনি। অন্যদিকে নতুন কোচ জুয়ান কার্লোস ওসোরিও-র অধীনে দুরন্ত ফর্মে রয়েছে মেক্সিকো। নতুন কোচের অধীনে টানা সাত ম্যাচ জিতেছে তারা। শুধু তাই নয় টানা উনিশ ম্যাচে অপরাজিত মেক্সিকো। কোপায় এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। দুরন্ত ফর্ম বজায় রেখে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে মরিয়া জ্যাভিয়ার হার্নান্ডেজরা।

.