এ মরসুমে দেশের এই ১৩টি শহরে হবে টেস্ট ম্যাচ

দেশের মাটিতে হতে চলা তিনটি টেস্ট সিরিজের কেন্দ্রের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। আগামী এক বছরের মধ্যে এই তিনটি দেশ ভারতে আসছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সেই সব সিরিজে হবে মোট ১৩টা ম্যাচ। সেই ১৩টি ম্যাচ কোন ১৩টি কেন্দ্রে হবে সেটা ঘোষণা করা হল। ইডেন গার্ডেন্সে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। সম্ভবত সেটিই হবে দেশের মাঠে আয়োজিত প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ।

Updated By: Jun 9, 2016, 03:00 PM IST
এ মরসুমে দেশের এই ১৩টি শহরে হবে টেস্ট ম্যাচ

ওয়েব ডেস্ক: দেশের মাটিতে হতে চলা তিনটি টেস্ট সিরিজের কেন্দ্রের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। আগামী এক বছরের মধ্যে এই তিনটি দেশ ভারতে আসছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সেই সব সিরিজে হবে মোট ১৩টা ম্যাচ। সেই ১৩টি ম্যাচ কোন ১৩টি কেন্দ্রে হবে সেটা ঘোষণা করা হল। ইডেন গার্ডেন্সে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। সম্ভবত সেটিই হবে দেশের মাঠে আয়োজিত প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ।

আরও আধডজন নতুন টেস্ট কেন্দ্র পাচ্ছে দেশ। সেগুলি হল রাজকোট,ভাইজাগ, পুণে, রাঁচি, ধর্মশালা,ইন্দোর। টেস্ট ম্যাচের জনপ্রিয়তা বাড়ানোর জন্যই ছোট কেন্দ্রগুলিতে পাঁচ দিনের ম্যাচের আসর বসবে। ক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ ক্রীড়াসূচিও ঘোষণা করা হবে।

অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনটি টেস্ট যেখানে হবে-- ইন্দোর, কানপুর, কলকাতা

নভেম্বরে ইংল্যান্ড বিরুদ্ধে চারটে টেস্ট যেখানে যেখানে হবে--মোহালি,রাজকোট, মুম্বই,ভাইজাগ, চেন্নাই।
এছাড়াও সিরিজে হবে ৭টি ওয়ানডে, ১টি টি টোয়েন্টি

ফেব্রুয়ারিতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটে টেস্ট যেখানে যেখানে হবে-- বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি, পুণে

 

Tags:
.