যোগ দিবসের মহাসমারোহে ব্রাত্যই থেকে গেলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি

৩৭ মিনিটে ৩৭ হাজার মানুষের যোগাভ্যাস যতই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পাক না কেন বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না মোদীর স্বপ্নের যোগদিবসের। নয়া দিল্লিতে যোগদিবসে সবাই উপস্থিত থাকলেও দেখা মেলেনি উপরাষ্ট্রপতি হামিদ আনসারির। উপরাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপিরই নেতা রাম মহাদেব। রবিবার রাতেই আনসারির অফিস থেকে জানিয়ে দেওয়া হয় যোগদিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি তিনি।

Updated By: Jun 22, 2015, 10:13 AM IST
যোগ দিবসের মহাসমারোহে ব্রাত্যই থেকে গেলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি

ওয়েব ডেস্ক: ৩৭ মিনিটে ৩৭ হাজার মানুষের যোগাভ্যাস যতই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পাক না কেন বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না মোদীর স্বপ্নের যোগদিবসের। নয়া দিল্লিতে যোগদিবসে সবাই উপস্থিত থাকলেও দেখা মেলেনি উপরাষ্ট্রপতি হামিদ আনসারির। উপরাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপিরই নেতা রাম মহাদেব। রবিবার রাতেই আনসারির অফিস থেকে জানিয়ে দেওয়া হয় যোগদিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি তিনি।

মহাদেব একটি টুইট করে উপরাষ্ট্রপতির অনুপস্থিতে নিয়ে প্রশ্ন তোলেন। পরে আবার নিজেই সেই টুইট ডিলিট করে দিয়ে ক্ষমা প্রার্থনা করে তিনি জানান, উপরাষ্ট্রপতি যে অসুস্থ ছিলেন তা তিনি জানতেন না। আনসারির অফিস থেকে তাঁর অসুস্থতার খবর নস্যাৎ করে দেওয়া হয়। সাফ জানানো হয় ''উপরাষ্ট্রপতি মোটেও অসুস্থ নন। তাঁকে যোগ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি।'' এর সঙ্গেই উপরাষ্ট্রপতির দফতর থেকে জানানো হয়েছে ''উপরাষ্ট্রপতি শুধু সেই সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রী প্রোটোকল মেনে তাঁকে আমন্ত্রণ জানান।''

মহাদেব অভিযোগ করেছেন আনসারি রাজ্যসভা চ্যানেলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হওয়ায় নাকি রাজ্যসভা চ্যানেলে দেখানো হয়নি যোগ দিবসের অনুষ্ঠান।

যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজ্যসভা টিভির-সিইঅ গুরদীপ সিং সপ্পন। তিনি জানিয়েছেন রাজপথ ইভেন্টের সরাসরি সম্প্রচারণের সঙ্গেই যোগ নিয়ে তিনটি বিশেষ ডকুমেন্টারিও দেখানো হয়েছে রাজ্যসভা টিভিতে।  

বিতর্ক দানা বাঁধার পরেই নিজের দু'টি টুইটই ডিলিট করে দেন রাম মহাদেব।

 

 

 

.