একদিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে দুই ভারতীয় ক্রিকেটার

একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ের একইসঙ্গে ১ নম্বরে উঠে এলেন দুই ভারতীয় ক্রিকেটার।

Updated By: Feb 20, 2018, 06:21 PM IST
একদিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে দুই ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন : একদিনের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে আগেই শীর্ষস্থানে উঠে এসেছিল টিম ইন্ডিয়া। একই পথে এবার ব্যাটসম্যান এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ের একইসঙ্গে ১ নম্বরে উঠে এলেন দুই ভারতীয় ক্রিকেটার।

৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্টের পর এবার একদিনের ক্রিকেটেও ৯০০ রেটিং পয়েন্ট পেরিয়ে নজির গড়লেন বিকো। বিশ্ব ক্রিকেটে তিনি ৭ নম্বর ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ৯০০ রেটিং পয়েন্ট পেরোলেন। ৯৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ভিভ রিচার্ডস। বিরাট কোহলি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট এবং একদিনের ক্রিকেট-দু'টোতেই ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করলেন। কোহলির আগে এই নজির গড়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিবিলিয়ার্স। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিরাটের পরেই রয়েছেন এবি।

 

শুধু ব্যাটসম্যান নয়, ওডিআই র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে এক ভারতীয়। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন জশপ্রীত বুমরাহ। প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাকের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম বোলার হিসেবে আইসিসি-র বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন রশিদ খান।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.