হাসিম আমলার সঙ্গে একাসনে বিরাট কোহলি
কেরিয়ারে ১৮টি সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে কোহলি টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকারকেও
নিজস্ব প্রতিবেদন: টেস্ট ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে হাসিম আমলার সঙ্গে একাসনে চলে এলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সোমবার ইডেন ছিল কার্যত কোহলিময়। অধিনায়কের সেঞ্চুরির পরও ভারত ম্যাচ জিততে না পারলেও অধিনায়ক হিসেবে গাভাস্করের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট।
অন্যদিকে, আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ক্যাপ্টেন কোহলি। ক্রিকেট কেরিয়ারে দ্রুততম ৫০টি সেঞ্চুরিও করে ফেললেন কোহলি। এই নজির গড়লেন মোট ৩৪৮টি ইনিংস খেলে। এই রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাসিম আমলার। এর পরেই রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ওই ৫০টি সেঞ্চুরি করেছেন ৩৭৬টি ইনিংস খেলে। রয়েছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়ক কোরিয়ারের ৫০টি সেঞ্চুরি করেছেন ৪২০টি ইনিংস খেলে।
টেস্ট কেরিয়ারে ১৮টি সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে কোহলি টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকারকেও। তাঁর ঝুলিতে রয়েছে মোট ১৭টি টেস্ট সেঞ্চুরি। তবে কোহলি এখনও পিছিয়ে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন(২২), বীরেন্দ্র সহবাগ(২৩), সুনীল গাভাস্কর(৩৪), রাহুল দ্রাবিড়(৩৬) ও সচিন তেন্ডুলকরের(৫১) থেকে।