উইসডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

উইসডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি। রানের বিচারে কোহলির থেকে এগিয়ে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে গড় বেশি থাকায় উইসডনের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারত অধিনায়ক।

Updated By: Apr 5, 2017, 11:10 PM IST
উইসডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

ওয়েব ডেস্ক : উইসডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি। রানের বিচারে কোহলির থেকে এগিয়ে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে গড় বেশি থাকায় উইসডনের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারত অধিনায়ক।

আরও প়ড়ুন- BCCI-এর বিরুদ্ধে এবার মুখ খুললেন বিরাট কোহলি

ভারত অধিনায়ক বিরাট কোহলির মুকুট নয়া পালক। এবার উইসডনের বিচারে  ২০১৬-র বর্ষসেরা ক্রিকেটার হলেন কোহলি। শেষ বছরে টেস্টে ১২১৫ রান করেছেন বিরাট। ১০টা একদিনের ম্যাচে রান করেছেন ৭৩৯। টি-২০ ম্যাচে রান করেছেন ৬৪১। রানের বিচারে কোহলির থেকে এগিয়ে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে গড় বেশি থাকায় স্টিফ স্মিথ, কেন উইলিয়ামসনদের পিছনে ফেলে উইসডনের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারত অধিনায়ক।

.