ওয়াহ্ ক্যাপ্টেন! স্লিপে দাঁড়িয়ে নাচের প্রতিভা দেখালেন কোহলি
নাচ হোক বা গান, বিরাটের প্রতিভা তো কম-বেশি সবারই জানা।
নিজস্ব প্রতিবেদন : ওয়াহ্ ক্যাপ্টেন। আপনার মুখ থেকেও ঠিক এই কথাটাই বেরিয়ে আসতে পারে। যদি এক লহমার জন্য বিরাট কোহলির ডান্সিং স্কিল দেখে নেন। স্লিপে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলেন ভারতীয় অধিনায়ক। শেষমেশ নিজেকে নিজেই উজ্জীবিত করে নিলেন। নাচ হোক বা গান, বিরাটের প্রতিভা তো কম-বেশি সবারই জানা। আরও একবার সেটাই দেখিয়ে গেলেন কোহলি। স্লিপে দাঁড়িয়ে তালে তালে নাচলেন। ভিডিও ধরা পড়ল। হাত তালিও।
আরও পড়ুন- আজহারুদ্দিনের উদাহরণ টেনে আদালতকে কড়া প্রশ্ন হতাশ শ্রীসন্থের
এমনিতেই প্রথম টেস্টের তৃতীয় দিন বৃষ্টিবিঘ্নিত। সকাল থেকে আকাশের মুখ ভার। তবে তার জন্য বিরাটের মুডে কোনও প্রভাব পড়েনি। নিজেকে তিনি নিজেই মনোরঞ্জন উপহার দিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল পেজে বিরাটের নাচের ভিডিও তুলে ধরা হল। তৃতীয় দিনে খেলা শুরুর পর ২৩৫ রানে আটকে যায় অজিদের ইনিংস। প্রথম ইনিংসে ভারতীয় দল ১৫ রানে লিড নিয়েছে। মিচেল স্টার্ককে দ্রুত ফেরান বুমরা। সকালের সেশনে দুই উইকেট নেন মহম্মদ শামি।
Virat's loving it... #AUSvIND pic.twitter.com/JV0lxo4Aen
— cricket.com.au (@cricketcomau) December 8, 2018
৪৭ রানে তিন উইকেট নিয়ে বুমরা আরও একবার ভারতীয় বোলিং বিভাগে নিজের প্রয়োজনীয় ভূমিকার প্রসঙ্গ মনে করিয়ে দিলেন। তবে অ্যাডিলেড টেস্টে আরও একজন ভারতীয় বোলারের কামব্যাক হল। রবিচন্দ্রন অশ্বিন। চার বছর আগে অ্যাডিলেডে টেস্ট ম্যাচে বাদ পড়েছিলেন অশ্বিন। সেই অ্যাডিলেডে ফিরে এবার তিনি নিলেন তিন উইকেট। অশ্বিনকে খেলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি দুটি করে উইকেট পেয়েছেন। ট্রাভিস হেড (৭২) দ্বিতীয় দিনে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি আউট হতেই অস্ট্রেলিয়ার ইনিংস মুখ থুবড়ে পড়ে।