অনুষ্কা কীভাবে তাঁর জীবন পাল্টে দিয়েছেন, গিলক্রিস্টকে শোনালেন বিরাট
অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক সাক্ষাত্কারে বসেছিলেন বিরাট।
নিজস্ব প্রতিনিধি : এক বছর আগে আজকের দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এক বছর পূর্ণ। বিরাট কোহলি টুইটে জানিয়েছিলেন, এই একটা বছর কীভাবে কেটে গেল, তিনি বুঝতেই পারেননি। একই কথা অনুষ্কার মুখেও। তিনিও বলেছেন, বিরাটের মতো ভাল মাপের মানুষের সঙ্গে এক বছর কাটিয়ে ফেলাটা দারুন ব্যাপার। প্রথম বিবাহবার্ষিকীতে বিরাট ও অনুষ্কা, দুই পক্ষ থেকেই একে অপরের জন্য উড়ে এসেছে প্রেম-গদগদ বার্তা। দুজনেই যেন মরিয়া হয়ে বোঝাতে চেয়েছেন, একে অপরের সঙ্গে দাম্পত্য জীবনে তাঁরা ঠিক কতটা ভাল রয়েছেন! যদিও বিরাট বরাবরই অনুষ্কাকে তাঁর সঙ্গী হিসাবে ফুলমার্কস দিয়ে এসেছেন। ভারতীয় অধিনায়ক বিয়ের অনেক আগে থেকেই বলেন, অনুষ্কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে তাঁর জীবনে পরিবর্তন এসেছে। আর সেইসব পরিবর্তন তাঁকে মানুষ হিসাবে পরিণত হতে সাহায্য করেছে।
আরও পড়ুন- হৃদযন্ত্র প্রতিস্থাপনের পরেও ম্যারাথনে দৌড়ে নজির রূপায়ণের
অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক সাক্ষাত্কারে বসেছিলেন বিরাট। সেখানে ক্রিকেটের বাইরে নিজের জীবন নিয়ে অনেক কথাই বললেন কোহলি। বিরাট বলছিলেন, ''একসঙ্গে থাকার সুযোগ আমাদের কম হয়। তাই একসঙ্গে সময় পেলে আমরা বাড়িতে থাকতেই বেশি পছন্দ করি। ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি খেলা নিয়ে। কখনও কখনও একসঙ্গে বেরনোর ইচ্ছে হয়। তবে আগে একসঙ্গে বেরোলে সত্যি খুব সমস্যা হত। আমাদের সঙ্গে ছবি তোলার বা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমে যেত। তবে এখন মুম্বইতে থাকার সুবাদে অনেকটা স্বস্তি রয়েছে। কারণ, মুম্বইয়ের মানুষ রাস্তাঘাটে একাধিক সেলিব্রিটিদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে আমরা এখনও যে রাস্তাঘাটে আর পাঁচজনের মতো ঘুরতে পারি না। সময় পেলে একসঙ্গে কোথাও ডিনার করতে যাই। অথবা কাছাকাছি কোথাও ঘুরে আসি একসঙ্গে।''
| @imVkohli talking about @AnushkaSharma, life away from the game in India and more in conversation with Adam Gilchrist #Virushka pic.twitter.com/U3slwKw7T1
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) December 10, 2018
অনুষ্কা তাঁর জীবনে আসার পর থেকেই অন্যরকম অনেক কিছু ঘটছে তাঁর সঙ্গে। গিলক্রিস্টকে সেসবেরই ব্যখ্যা দিচ্ছিলেন বিরাট। বলছিলেন, ''ও আসার পর থেকেই জীবনে বদল হতে শুরু হল। আসলে আমি উত্তর ভারতের সংস্কৃতিতে বড় হওয়া একজন। গতে বাঁধা উত্তর ভারতীয় সংস্কৃতি। বাইরের সমাজে বা অন্য কারও জীবনে ঠিক কী চলছে, সেসব সম্পর্কে আমার তেমন কোনও ধারণাই ছিল না। অনুষ্কার জীবন আমার থেকে অনেক আলাদা। ওর কিছু নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। ও কিছু ব্যাপারকে নিজের মতো করে দেখে, বোঝে। একটা সময় আমি একেবারেই বাস্তববাদী ছিলাম না। ও আমাকে অনেক পাল্টে দিয়েছে। আমাকে বড় হয়ে উঠতে সাহায্য করেছে অনুষ্কা। ''