ফিঞ্চকে সরিয়ে একে বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের জেরে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। শীর্ষ স্থান থেকে ফিঞ্চকে সরিয়ে উঠে এলেন বিরাট। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে তিনটি ম্যাচে অর্ধশতরান করেছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

Updated By: Feb 2, 2016, 11:28 PM IST
ফিঞ্চকে সরিয়ে একে বিরাট

ব্যুরো:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের জেরে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। শীর্ষ স্থান থেকে ফিঞ্চকে সরিয়ে উঠে এলেন বিরাট। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে তিনটি ম্যাচে অর্ধশতরান করেছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার অ্যারণ ফিঞ্চকে সরিয়ে একনম্বরে উঠলেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জেরে ৪৭ রেটিং পয়েন্ট সংগ্রহ করে ফিঞ্চকে পিছনে ফেলে দেন ভারতের এই ব্যাটসম্যান। উল্লেখ্য কোহলি এই সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৯০, ৫৯ ও ৫০ রান করেন। সুরেশ রায়নাও তিন ধাপ উঠে এসে ১৩ নম্বর স্থান দখল করেছেন।

.