হারের বদলা নিতে এভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল সাজাচ্ছেন বিরাট
ওয়েব ডেস্ক: চার বছর আগের হোম সিরিজ হারের বদলা নিতে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিযানে নামছে ভারত। ইংল্যান্ড দল নয়, কোহলিদের একটু ধাঁধায় রেখেছে রাজকোটের পিচ।
নয়া পিচ তৈরি করতে এসসিএ কর্তারা বিসিসিআই-এর চিফ পিচ কিউরেটর দলজিত সিংকেও উপস্থিত করেছিলেন রাজকোটে। এখন কোহলিদের চিন্তা পিচ পুরোপুরি ব্যাটিং সহায়ক হবে না কি স্পিনাররা সুবিধা পাবে এই পিচ থেকে। বাদামি পিচে হালকা ঘাস থাকলেও তা অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে।
I believe I can fly!
Throwback to one of the many practice sessions #LoveWhatIDo pic.twitter.com/ch9x4DZ4xY— Virat Kohli (@imVkohli) November 4, 2016
ভারত অধিনায়ক বিরাট কোহলি সকালে পিচ দেখে তিন স্পিনারে খেলার বিষয়টি চূড়ান্ত করবেন। তিন স্পিনার নেওয়া হলে অশ্বিন,জাদেজার সঙ্গে অমিত মিশ্র খেলবেন। তা না হলে হার্দিক পান্ডিয়া অথবা করুণ নায়ারকে খেলানো হতে পারে। ওপেনিংয়ে মুরলি বিজয়ের সঙ্গে থাকছেন গৌতম গম্ভীর। তিনে পূজারা, চারে কোহলি, পাঁচে রাহানে, ছয়ে ঋদ্ধিমানের জায়গা পাকা। ইশান্ত শর্মার সঙ্গে উমেশ যাদব না মহম্মদ সামি? তা চূড়ান্ত হবে বুধবার সকালে। এদিকে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে রাজকোটে অভিষেক হতে চলেছে হাসিব হামিদের।