স্বমহিমায় শামি! লকডাউনের পর বল হাতে চেনা ছন্দে ভারতীয় পেসার

উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতে ভাইদের সঙ্গে অনুশীলন করার সেই ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন শামি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 3, 2020, 04:18 PM IST
স্বমহিমায় শামি! লকডাউনের পর বল হাতে চেনা ছন্দে ভারতীয় পেসার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ তিন মাস- করোনার কারণে ঘরবন্দি। বন্ধ ক্রিকেট। ভারতে কবে ক্রিকেট ফিরবে সেই নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। করোনা উদ্বেগের মাঝেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। কয়েকদিন ফিটনেস চর্চার পর এবার নেটে নিখুঁত নিয়ন্ত্রণে বোলিং করতে দেখা গেল মহম্মদ শামিকে।

উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতে ভাইদের সঙ্গে অনুশীলন করার সেই ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন শামি। সঙ্গে তিনি লিখেছেন,"নিজের ফার্ম হাউসে কোয়ালিটি প্র্যাকসিট সেশন। সব ভাইরা মিলে একসঙ্গে।"

 

লকডাউনে ঘরবন্দি থাকলেও এতটুকুও মরচে ধরেনি শামির বোলিংয়ে। চেনা ছন্দেই রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। গতির সঙ্গে সিমের নিয়ন্ত্রণ আর ছন্দ সবই ছিল শামির বোলিংয়ে। বলা যায় লকডাউনের পরেও শামি আছেন শামির মেজাজেই।

আরও পড়ুন - জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মতো অত্যাচার করা হত! শ্রীসন্থের অভিযোগে শোরগোল

.