পুরুষদের পর এবার এশিয়া কাপে হকিতে চ্যাম্পিয়ন ভারতের মহিলারা

Updated By: Nov 5, 2017, 06:23 PM IST
পুরুষদের পর এবার এশিয়া কাপে হকিতে চ্যাম্পিয়ন ভারতের মহিলারা

নিজস্ব প্রতিবেদন: পুরুষদের মতোই হকি এশিয়া কাপে গর্জে উঠল ভারতের প্রমীলা বাহিনী। জাপানের কাকামিঘাহারায় ফাইনালে পেনাল্টি শ্যুটে ৫-৪ গোলে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ভারতের পুরুষ সঙ্গে চ্যাম্পিয়ন হলেন মহিলারাও। যা এশিয়া কাপের ইতিহাসে নজিরবিহীন।

 

 ফাইনালে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল চিন। পাল্টা লড়াই ছুঁড়ে দিয়েছিলেন নভোজ্যোত কৌররা। ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নভজ্যোত কৌর। তবে ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে যায় চিন। 

খেলার ৬০ মিনিট পরে ম্যাচের ফল ১-১। পেনাল্টিতে ৫-৪ গোলে জয়ী হলেন ভারতের মহিলারা। ১৩ বছর পর এশিয়া কাপ চ্যাম্পিয়ন প্রমীলাবাহিনী। এই জয়ের ফলে ২০১৮ সালে ইংল্যান্ডে মহিলা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল ভারত। গত সপ্তাহেই এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল পুরুষ দল। এবার ভারতের মুখ উজ্জ্বল করলেন মহিলারা। এর আগে ১৯৯৪ সালে দক্ষিণ কোরিয়ার পুরুষ ও মহিলা হকি দল একইসঙ্গে এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। 

আরও পড়ুন, ম্যাচ হারার পর ধোনির 'জিমন্যাস্ট' ভঙ্গিমা নিয়ে ট্রোল

.