ওয়ার্ল্ড টি-২০-র নাম পাল্টে দিল আইসিসি

জনপ্রিয় টুর্নামেন্ট-কে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Updated By: Nov 23, 2018, 07:56 PM IST
ওয়ার্ল্ড টি-২০-র নাম পাল্টে দিল আইসিসি

নিজস্ব প্রতিনিধি : অনেকেই মুখে মুখে বলে থাকেন, টি-২০ বিশ্বকাপ। আদতে কিন্তু টুর্নামেন্ট-এর নাম সেটা নয়। ২০০৭-এ যাত্রা শুরু করেছিল ওয়ার্ল্ড টি-২০। অর্থাত্, টি-২০ ফরম্যাটে বিশ্বকাপ জয়ের লড়াই। তার পর এতগুলো বছরে কখনও ওয়ার্ল্ড টি-২০-র নাম বদলের কথা ভাবেনি আইসিসি। কিন্তু এবার সেই জনপ্রিয় টুর্নামেন্ট-কে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২০ ওয়ার্ল্ড টি-২০ নয়। ২০২০ টি-২০ বিশ্বকাপ। এবার থেকে এই নামেই ডাকা হবে ছোট ফরম্যাটের ক্রিকেট বিশ্বযুদ্ধকে।

আরও পড়ুন-  টি-২০ ম্যাচ ধুয়ে দিল বৃষ্টি, ভাগ্যের সহায় নিয়ে হাসছে অস্ট্রেলিয়া

সামনের বছর থেকে শুরু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে, ৫০ ওভারে বিশ্বযুদ্ধকে ক্রিকেট বিশ্বকাপ নামেই ডাকা হয়। তা হলে টি-২০ বিশ্বযুদ্ধকে কেন বিশ্বকাপ আখ্যা দেওয়া হবে না! এই ভাবনা থেকেই আইসিসি প্রথম পদক্ষেপ নিতে শুরু করে। এর পরই সভায় আইসিসি তার সদস্য দেশগুলোর কাছে নাম বদলের প্রস্তাব রাখে। টুর্নামেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির স্বার্থে ওয়ার্ল্ড টি-২০-র নাম বদলে প্রয়োজন রয়েছে বলে মনে করে সদস্য দেশগুলোও। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ''২০২০ সংস্করণ থেকে ওয়ার্ল্ড টি-২০ নাম বদলে হবে টি-২০ বিশ্বকাপ। একইভাবে নাম বদলাচ্ছে মহিলাদের ওয়ার্ল্ড টি-২০-র। এবার থেকে হবে উইমেন্স টি-২০ ওয়ার্ল্ড কাপ। আমরা ক্রিকেটের তিনটি ফরম্যাটকেই সমান গুরুত্ব দিচ্ছি। এই নাম বদল সেটাই তুলে ধরবে। তা ছাড়া টি-২০ বিশ্বকাপ জনপ্রিয়তার দিক থেকে লাভজনক হবে বলেও আশা করা হচ্ছে। যে কোনও ক্রিকেটার দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। এক্ষেত্রে টি-২০ বিশ্বকাপ খেলাও তাদের কাছে স্বপ্নপূরণের মতো হবে।'' জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও হরমনপ্রিত কউর আইসিসির এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন। বিরাট বলেছেন, ''এটা তো আমাদের কাছে দারুণ প্রাপ্তি। কারণ, আমরা টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতেছি। অস্ট্রেলিয়াতে আসন্ন টি-২০ বিশ্বকাপেও আমরা চ্যাম্পিয়ন হব বলে আশা রাখি।'' অন্যদিকে, ভারতীয় মহিলা টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রিত বলেছেন, ''টি-২০ ক্রিকেট দিনের পর দিন আরও বেশি জনপ্রিয় হচ্ছে। এবার টি-২০ বিশ্বকাপও পাল্লা দিয়ে জনপ্রিয়তা পাবে।''

.