Wriddhiman Saha: কলকাতায় থেকেও কেন ভিডিও কলে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋদ্ধি? জানতে পড়ুন

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) যখন সোমবার সন্ধেবেলা নিজেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নিংড়ে দিচ্ছেন, ঠিক তখন তাঁর বাড়িতে চলছে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। তাঁর ও গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সতীর্থদের কেক চলে পাঠানো হয়ে গিয়েছে।   

Updated By: May 23, 2022, 09:34 PM IST
Wriddhiman Saha: কলকাতায় থেকেও কেন ভিডিও কলে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋদ্ধি? জানতে পড়ুন
ইডেনে বড় রান পেতে মরিয়া ঋদ্ধিমান সাহা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল (IPL 2022) খেলতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী রইলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। কলকাতায় থাকলেও নিজের বাড়িতে গিয়ে কন্যা অনভির জন্মদিন পালন করতে পারলেন না গুজরাত টাইটান্সের (Gujarat Titans) এই ওপেনার। কারণ আইপিএল খেলার জন্য ঋদ্ধি এই মুহূর্তে জৈব বলয়ে রয়েছেন। তিনি যেমন বলয় ভেদ করে বাইরে যেতে পারবেন না, তেমনই ইচ্ছা থাকলেও তাঁর স্ত্রী ও সন্তানরা টিম হোটেলে যেতে পারবেন না। 

মেয়ে আনভির জন্মদিনে কী উপহার পাঠালেন? সোমবার অনুশীলনে যাওয়ার আগে ঋদ্ধি হোয়াটসঅ্যাপে লিখেছেন, 'জৈব বলয়ে রয়েছি। এখান থেকে তো উপহার পাঠান সম্ভব নয়। তাই নভিকে রবিবার রাত ঠিক ১২টায় ভিডিও কল করেছিলাম। তখনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।' এর পাশাপাশি টুইট করেও মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই বঙ্গ উইকেটকিপার। 

গুজরাতের অন্যান্য ক্রিকেটারদের পরিবার তাঁদের সঙ্গে থাকলেও ঋদ্ধির স্ত্রী-সন্তানেরা বাড়িতেই আছেন। সোমবার ছিল ঋদ্ধি-রোমির কন্যা অনভির জন্মদিন। কলকাতায় থেকেও মেয়ের জন্মদিনে সশরীরে হাজির থাকতে পারলেন না বঙ্গ তারকা। স্বাভাবিকভাবেই সাহা পরিবারে সকলের মন খারাপ।  

 

দেবারতি বলেন, 'সোমবার আট পূর্ণ করে নয়ে পা দিচ্ছে অনভি। কিন্তু কলকাতায় থাকলেও মেয়ের জন্মদিনে হাজির থাকতে পারবে না পাপালি। ও বায়ো বাবল ছেড়ে বেরতে পারবে না। আমিও বায়ো বাবলের মধ্যে ঢুকতে পারব না।'

একদিকে ঋদ্ধি যখন সোমবার সন্ধেবেলা নিজেকে ইডেন গার্ডেন্সে নিংড়ে দিচ্ছেন, ঠিক তখন তাঁর বাড়িতে চলছে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। তবে তাঁর ও গুজরাতের সতীর্থদের কেক চলে পাঠানো হয়ে গিয়েছে। দেবারতি বলেন, 'ওর জন্য কেক ও খাবার পাঠানো হয়েছে টিম হোটেলে।' তিনি আরও যোগ করেছেন, 'এমনিতে আইপিএল-এ ও যখন যে দলেই খেলুক না কেন, কলকাতায় ম্যাচ থাকলে দলের সতীর্থরা ওর কাছে মিষ্টি খাওয়ার বায়না করে। সকলের জন্য মিষ্টি ও দই পাঠানো হয়। এ বারও তাই হয়েছে।'

আরও পড়ুন: Asia Cup 2022: শেষ মুহূর্তে গোল হজম, চিরপ্রতিদ্বন্দ্বী Pakistan-এর বিরুদ্ধে ড্র করল India

আরও পড়ুন: Sunil Gavaskar: Team India-র কোন তারকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের দেখছেন সানি? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.