যুবরাজ এবং রায়না খেলবেন ডি ওয়াই পাতিল টি২০ প্রতিযোগিতায়

এই মুহূর্তে দুজনের কেউই নেই ভারতীয় দলে। তবে, সীমীত ওভারের ক্রিকেটে এই দুজন ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। যুবরাজ সিং এবং সুরেশ রায়না। তাঁদের ভক্তদের জন্য এবার সুখবর। জাতীয় দলে না থাকলেও, এবার টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যাবে দুজনকে।

Updated By: Dec 31, 2016, 02:25 PM IST
যুবরাজ এবং রায়না খেলবেন ডি ওয়াই পাতিল টি২০ প্রতিযোগিতায়

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে দুজনের কেউই নেই ভারতীয় দলে। তবে, সীমীত ওভারের ক্রিকেটে এই দুজন ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। যুবরাজ সিং এবং সুরেশ রায়না। তাঁদের ভক্তদের জন্য এবার সুখবর। জাতীয় দলে না থাকলেও, এবার টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যাবে দুজনকে।

আরও পড়ুন জ্যাকলিনের পারফরম্যান্স

আগামী ৪ থেকে ১৫ জানুয়ারি চলবে ১৩তম ডি ওয়াই পাতিল টি২০ প্রতিযোগিতা। সেখানে খেলতে দেখা যাবে দুজনকেই। প্রতিযোগিতায় অংশ নেবে ১৬টি দল। মোট ম্যাচ হবে ৩১ টি। প্রতিযোগিতার পুরস্কার মূল্য থাকছে ১৫ লক্ষ টাকা। এখন দেখার দুজন এই প্রতিযোগিতায় কেমন পারফর্ম করেন।

আরও পড়ুন  শিল্পা শেঠ্ঠি, নেহা ধুপিয়াদের লেটেস্ট ছবি

.