গড়াগড়ি দিয়ে 'নেমার' হয়ে গেলেন চাহল!
আসলে এখন কেউ একটু গড়াগড়ি দিলেই তাঁকে 'নেমার' বলা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরও আলোচনার কেন্দ্রে নেমার। আলোচনা, বিশ্বকাপে তাঁর অহেতুক গড়াগড়ি নিয়ে। 'নাটুকে' নেমারের এই কাণ্ড নিয়মিত ট্রল হচ্ছে সোশ্যাল সাইটে। আসলে এখন কেউ একটু গড়াগড়ি দিলেই তাঁকে 'নেমার' বলা হচ্ছে। ফুটবল মাঠ ছাড়িয়ে নেমারকে নকল এবার ক্রিকেট মাঠে! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে গড়াগড়ি দিয়ে 'ক্রিকেটের নেমার' হয়ে গেলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহল।
Yuzvendra Chahal hit on his knee... pic.twitter.com/mzAsuaI3yX
— Baahubali (@bahubalikabadla) July 13, 2018
বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ২৮ তম ওভারের ঘটনা। ব্রিটিশ অল রাউন্ডার বেন স্টোকসকে রান আউট করার চেষ্টা করেন হার্দিক পাণ্ডিয়া। তার থ্রো স্ট্যাম্প মিস করে চাহালের হাঁটুতে লাগে। আঘাত পাওয়ার পর মাটিতে পড়ে গড়াগড়ি দিতে শুরু করেন চাহল। যখন উঠে বসলেন তখন তাঁর মুখে হাসি।
আরও পড়ুন - নেমার কেন 'অভিনয়' করেন, জানালেন রোনাল্ডো
এরপর সোশ্যাল মিডিয়ায় লোকজন তাঁকে 'ক্রিকেটের নেইমার' বলে ট্রল করতে শুরু করেন। সাধারণ ক্রিকেটপ্রেমীরা তো বটেই, এমনকি অস্ট্রেলিয়ার তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ দেখার পর চাহলের সঙ্গে ব্রাজিলের ফুটবল তারকার তুলনা করেছেন। ফুটবলে নেমারের পর এবার বাইশ গজে 'নাটুকে নেমার' হয়ে ট্রল হচ্ছেন যুজবেন্দ্র চাহল।
#Neymar #NeymarChallenge by @yuzi_chahal. Good one @Gmaxi_32. pic.twitter.com/2slgqFf8oH
— Prabhu (@Cricprabhu) July 12, 2018