Yuzvendra Chahal: 'আমি এখনও যে স্বপ্ন দেখি, একদিন...'! নির্বাচকদের বড় বার্তা দিলেন চাহাল

Yuzvendra Chahal Wants The Tag Of Test Cricketer: যুজবেন্দ্র চাহাল দেশের জার্সিতে সাদা বলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু আজও লাল বলের ক্রিকেটে তিনি পরীক্ষিত নন। চাহাল এই আক্ষেপ নিয়েই মুখ খুললেন।  

Updated By: Jun 19, 2023, 09:11 PM IST
Yuzvendra Chahal: 'আমি এখনও যে স্বপ্ন দেখি, একদিন...'! নির্বাচকদের বড় বার্তা দিলেন চাহাল
চাহাল বলে দিলেন তাঁর কী ইচ্ছা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) তাঁর আর আজ কোনও ভূমিকার প্রয়োজন নেই। সাদা বলের ক্রিকেটে তিনি দুনিয়াকে দেখিয়েছেন যে, স্পিনের ভেল্কিতে কী করতে পারেন। ২০১৬ সালে তিনি প্রথম দেশের জার্সি চাপিয়ে ছিলেন গায়ে। বিগত সাত বছরে সীমিত ওভারের ক্রিকেটে হয়ে উঠেছেন ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে রবিচন্দ্রন অশ্বিন, (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ যাদবদের (Kuldeep Yadav) জন্য আজ পর্যন্ত চাহালকে দেখা যায়নি সাদা জার্সিতে। ৩২ বছরের লেগব্রেক গুগলি বোলার এখনও স্বপ্ন দেখেন টেস্ট খেলার। এই নিয়েই সম্প্রতি কথা বলেছেন তিনি।

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেছেন 'দেখুন প্রতি ক্রিকেটারের স্বপ্ন থাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পারফর্ম করার। আর যখন সে সাদা জার্সি গায়ে লাল বলের ক্রিকেট খেলে, তখনই সে সেই স্বপ্নের শীর্ষে যায়। আমারও একই রকম স্বপ্ন। সাদা বলের ক্রিকেটে অনেক কিছু অর্জন করেছি। তবে লাল বল এখনও আমার চেকলিস্টে। এখনও স্বপ্ন দেখি আমার নামের সঙ্গে টেস্ট ক্রিকেটার ট্যাগটা জুড়ছে। ঘরোয়া ক্রিকেট ও রঞ্জিতে সেরা দেওয়ার চেষ্টা করি স্বপ্নপূরণের জন্য়। আশা করি দ্রুত দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাব।' টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পায়নি চাহাল। সেই প্রসঙ্গে তাঁর সংযোজন, 'ঠিক আছে। কিছু জিনিস আমার হাতে নেই। এসব নিয়ে খুব একটা ভাবি না। আমার ফোকাস খেলার সময়ে সেরাটা দেওয়া। নীল জার্সি গায়ে চাপিয়ে খেলছি বা খেলছি নার চেয়েও অনেক বড় ব্যাপার যে, দলের সঙ্গে থাকা। এটা হলেই আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। অন্তত মনে হয় আমি আছি সেখানে। এরপর যা আসবে, তার জন্য তৈরি থাকা।' 

আরও পড়ুন: Team India: 'আইপিএলের কামাই কখনও কৃতিত্ব হতে পারে না'! নির্বাচকদের লক্ষ্য করে বেঙ্গসরকার বোমা

চাহাল দেশের জার্সিতে ৭২টি ওয়ানডে ম্যাচে ১২১টি উইকেট নিয়েছেন। ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে তিনি নিয়েছেন ৯১টি উইকেট। আইপিএল সিক্সটিনে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চাহাল ছিলেন সর্বাধিক উইকেট প্রাপকদের তালিকায় পাঁচে। দেখা যাক চাহালের কবে টেস্ট খেলার সৌভাগ্য হয় আগামীতে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.