বিশ্বকাপে খেলবেন ইব্রা!

অবসর ভেঙে আবার কি জাতীয় দলে ফিরছেন সুইডিশ সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ? তবে কি রাশিয়া বিশ্বকাপে আবার দেখা যাবে ইব্রা কিক্।

Updated By: Mar 2, 2018, 03:51 PM IST
 বিশ্বকাপে খেলবেন ইব্রা!

নিজস্ব প্রতিবেদন : অবসর ভেঙে আবার কি জাতীয় দলে ফিরছেন সুইডিশ সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ? তবে কি রাশিয়া বিশ্বকাপে আবার দেখা যাবে ইব্রা কিক্।

আরও পড়ুন- অস্ত্রোপচার করাতে ব্রাজিলে নেইমার

২০১৬ ইউরো কাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানিয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গত একবছর ধরে চোট সমস্যায় ভুগছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। রেড ডেভিলসের হয়ে শেষ ম্যাচও খেলেছেন গতবছর ডিসেম্বরে বার্নলের বিরুদ্ধে।

এদিকে ইব্রাহিমোভিচের অনুপস্থিতিতে  রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে সুইডেন। নভেম্বরে ইউরোপীয় অঞ্চলে দুই লেগের প্লে অফে ইতালিকে ১-০ গোলে হারায় সুইডেন।

দেশের জার্সিতে সর্বোচ্চ ৬২ গোল করা ইব্রাহিমোভিচ, অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরে আসার ইঙ্গিত দিলেন। বৃহস্পতিবার সুইডিশ সংবাদমাধ্যমে ইব্রা জানান, "আমি জাতীয় দলকে মিস করি। আমি চাইলে, আবার পারব। আমি এখনও মাঠে নেমে ভালো পারফর্ম করতে পারব।"  তবে বিশ্বকাপে ইব্রার ঝলক আবার দেখা যাবে কিনা সেই অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

১৮ জুন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রাশিয়া বিশ্বকাপে অভিযান শুরু করছে সুইডেন। F গ্রুপে সুইডেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং মেক্সিকো।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.