মাইক বাজানোকে কেন্দ্র করে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ, আহত ১৫

ইদ উপলক্ষ্যে বুধবার গ্রামে জোরে মাইক বাজাচ্ছিলেন কয়েকজন গ্রামবাসী। পুলিস গিয়ে মাইক বাজানো বন্ধ করায় সমস্যার সূত্রপাত।

Updated By: Aug 23, 2018, 02:38 PM IST
মাইক বাজানোকে কেন্দ্র করে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ, আহত ১৫

 

নিজস্ব প্রতিবেদন: জোরে মাইক বাজানোকে কেন্দ্র করে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত ঝড়খণ্ডের পাকুড়ের সুহুবিলপুর গ্রামে। সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মোমোর দেশে মোমোর বলি! কার্শিয়ঙে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যার জল্পনা

ইদ উপলক্ষ্যে বুধবার গ্রামে জোরে মাইক বাজাচ্ছিলেন কয়েকজন গ্রামবাসী। পুলিস গিয়ে মাইক বাজানো বন্ধ করায় সমস্যার সূত্রপাত। গ্রামবাসীরা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, থানায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিসের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে গুলি চালায় পুলিস। আহত হন প্রায় ১৫ জন গ্রামবাসী। জনতার মারে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মীও।

আরও পড়ুন: নায়ারণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ, মৃত ২

আহতদের প্রথমে বীরভূমের মুরারই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আরও ২ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

 

.