স্ত্রী-শিশুকন্যার গায়ে অ্যাসিড, গ্রেফতার মত্ত স্বামী

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীয়ের ওপর নানা কারণে অত্যাচার চালাত তপন।

Updated By: Aug 23, 2018, 01:25 PM IST
স্ত্রী-শিশুকন্যার গায়ে অ্যাসিড, গ্রেফতার মত্ত স্বামী

নিজস্ব প্রতিবেদন:  মদ্যপ স্বামীর হাতে অ্যাসিড হামলার শিকার এক মহিলা ও তাঁর শিশুকন্যা। নদিয়ার ধানতলা থানার জাফরনগর এলাকার এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

আরও পড়ুন: মোমোর দেশে মোমোর বলি! কার্শিয়ঙে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যার জল্পনা

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীয়ের ওপর নানা কারণে অত্যাচার চালাত তপন। সংসারের খুঁটিনাটি বিষয়েই স্ত্রীকে মারধর করত সে। কন্যা সন্তান হওয়ার পর থেকে অত্যাচার আরও বেড়ে যায়। প্রায় দিনই মত্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। তপনের অত্যাচারের হাত থেকে রেহাই পেত না তার তিন বছরের শিশুকন্যাও।

আরও পড়ুন: নায়ারণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ, মৃত ২

বুধবার রাতে বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর শুরু করে তপন। সে। মহিলা বাধা দিতে গেলে তাঁর দু হাতে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। অ্যাসিড লাগে মহিলার সাড়ে তিন বছরের শিশুকন্যার গায়ে। ধানতলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিস। 

.