৩ বছরও ঘর করতে পারল না! খড়দহে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ

মৃত গৃহবধূর নাম রেজিনা বিবি (২১)।

Updated By: Jan 14, 2019, 04:24 PM IST
৩ বছরও ঘর করতে পারল না! খড়দহে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন: গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা।  চাঞ্চল্য খড়দহ থানার ডাংডিংলা দক্ষিন মাঠ এলাকায়। মৃত গৃহবধূর নাম রেজিনা বিবি (২১)।

আরও পড়ুন- ২৪ সপ্তাহের যোধপুরপার্কের সেই অন্তঃসত্ত্বার গর্ভপাতের পক্ষে রায় হাইকোর্টের

বছর তিনেক আগে রফিকুল জমাদারের সাথে বিয়ে হয়েছিল রেজিনার। রফিকুল পেশায় ভ্যান চালক।  বিয়ের বছর খানেক পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়, প্রায়ই আশান্তি লেগে থাকত। কখনও কখনও পঞ্চায়েত সালিশিতে ঝামেলার মিটমাটও হয়ে যেত। 

আরও পড়ুন- অমানুষ! ১৬ কুকুরছানাকে পিটিয়ে খুন, NRS-এ তৈরি হল তদন্ত কমিটি

সোমবার সকালে রেজিনাকে ডাকতে গিয়ে শ্বশুরবাড়ির লোকের চোখে পড়ে তার ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির লোকজনই রেজিনার বাপের বাড়িতে খবর দেয়।  খবর পেয়ে আসে খড়দহ থানার পুলিস।  মৃতদেহ পাঠান হয় ময়না তদন্তেক জন্য। 

আরও পড়ুন- ফোনে আশ্বাস মুখ্যমন্ত্রীর, কথোপকথন তুলে ধরে প্রশংসা শ্রীজাতর

রোজিনা বিবির বাবা দিন মহম্মদ জানায়, তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত, চাপ দেওয়া হত বাপের বাড়ি থেকে টাকা আনার জন্যও।  এমনকি খেতে দিত না, গালিগালাজ করত।   শ্বশুর, শ্বাশুড়ি,  ও স্বামীর বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত  অভিযোগ দায়ের করেন যে তাঁর মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া  হয়েছে।

অন্যদিকে শ্বাশুড়ি অমিলা বিবি  জানায়, তাঁর বাড়িতে কোনও রকম অশান্তি নেই। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় তাঁদের পুত্রবধূ বাপের বাড়িতেই বেশি থাকত, এখানে কম  সময় থাকত তাদের সাথে।  প্রতিবেশীরা জানায় রফিকুল এলাকায় ভাল ছেলে হিসেবেই পরিচিত, কোনও রকম অশান্তি আমরা শুনিনি।   কি কারণে আত্মাহত্যা করেছেন ওই গৃহবধূ, তা খুঁজে পেতে তদন্ত করছে খড়দহ  থানার পুলিস।

 

.