বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের নর্দমা থেকে উদ্ধার পচাগলা দেহ

মেডিক্যাল কলেজের আউটডোরের সামনে নর্দমায় পড়ে রয়েছে মৃতদেহ। পচা দুর্গন্ধে টেকা দায়। ভনভন করছে মাছি। 

Updated By: Mar 16, 2020, 10:10 AM IST
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের নর্দমা থেকে উদ্ধার পচাগলা দেহ

নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ভয়াবহ দৃশ্য। মেডিক্যাল কলেজের আউটডোরের সামনে নর্দমায় পড়ে রয়েছে মৃতদেহ। পচা দুর্গন্ধে টেকা দায়। ভনভন করছে মাছি। নর্দমার পাশ দিয়েই হাসপাতালে মুখে কাপড় দিয়ে ঢুকছেন হাসপাতালের কর্মীরা। দেখছেন সকলেই। কিন্তু কারও কোনও হেলদোল নেই। 

আরও পড়ুন: সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্ভাবাস বঙ্গে, বুধবার ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা

প্রশ্ন উঠছে হাসপাতালের আউটডোরের সামনে নর্দমায় কী করে এল মৃতদেহ। চিকিত্‍সা করাতে এসে বিনা চিকিত্‍সায় কি মৃত্যু হয়েছে রোগীর? দেহের পচন দেখে রোগীদের ধারণা দিন দুয়েক ধরে হাসপাতালের সামনের নর্দমায় পড়ে রয়েছে দেহটি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্তে। কী কারণে রোগীর মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের খোঁজ চলছে।

.