Sunderbans: কাঁকড়া ধরতে গিয়ে প্রাণহানি! নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ

এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর।

Updated By: Sep 4, 2021, 09:08 PM IST
Sunderbans:  কাঁকড়া ধরতে গিয়ে প্রাণহানি! নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ

নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বাঘের আক্রমণে ফের প্রাণ হারালেন এক মৎস্যজীবী। তাঁর দেহের সন্ধান মেলেনি এখনও। কোনওমতে প্রাণ বাঁচলেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়ীপুর গ্রামে। 

জানা গিয়েছে, নিহত মৎস্য়জীবীর নাম দারিক মণ্ডল। এদিন সকালে মহিলা-সহ ২ জনকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফিরলেন না। কেন? নদীতে যখন কাঁকড়া ধরছিলেন, তখন ওই ৩ মৎস্যজীবীর উপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘ! নৌকা থেকে দারিক মণ্ডলকে তুলে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের সঙ্গে লড়াই করবে কে! বাকি দু'জনের চোখের সামনেই ওই মৎস্যজীবীকে নিয়ে জঙ্গলে  চলে যায় বাঘটি। 

আরও পড়ুন: Quarrelling Over Deadbody: ময়নাতদন্তের পরেও দেহ মর্গেই! স্বামীর মৃতদেহ নিয়ে টানাটানি দুই সতীনের

এখনও পর্যন্ত দারিক মণ্ডল দেহের সন্ধান মেলেনি। তল্লাশি চালাচ্ছে বনদফতর। মৎস্যজীবীদের দলটি গভীর জঙ্গলে ঢোকার অনুমতি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনে কাঁকড়া কিংবা মাছ ধরতে গিয়ে প্রায় বাঘের হামলার মুখে পড়তে হয় মৎস্যজীবীদের। কার্যত প্রাণ হাতে নিয়েই অভিযানে বের হন তাঁরা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.