প্রেম করে বিয়ে, ৬ মাসের মধ্যে আত্মঘাতী গৃহবধূ

 ২০১৮ র একুশে জুলাই নির্মলপল্লির বাসিন্দা দেবাশিস বিশ্বাসের সঙ্গে উত্তর চাদুরিয়ার সুচিত্রা বিশ্বাসের প্রেম করে বিয়ে হয়। 

Updated By: Jan 17, 2019, 11:17 AM IST
প্রেম করে বিয়ে,  ৬ মাসের মধ্যে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন: বিয়ের ছ’মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়া চাকদার শিমুরালি নির্মলপল্লি এলাকায়। মৃতার নাম সুচিত্রা বিশ্বাস(১৯)।

ঘুমন্ত অবস্থাতেই গুড্ডুর গলার নলি কেটে দেয় দুষ্কৃতীরা, ধৃত খুনে জড়িত ২

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ র একুশে জুলাই নির্মলপল্লির বাসিন্দা দেবাশিস বিশ্বাসের সঙ্গে উত্তর চাদুরিয়ার সুচিত্রা বিশ্বাসের প্রেম করে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা সুচিত্রাকে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। প্রেম করে বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। বারবার সেই প্রসঙ্গ তুলেই ঝগড়া করতেন তাঁরা। সুচিত্রাকে নানাকথা শোনাতেন।

আরও পড়ুন: এগারোর ঘরে পারদ, দ্বিতীয় স্পেলে ঝোড়ো ব্যাটিং শীতের 

পারিবারিক অশান্তির জেরে দুমাস আগে সুচিত্রাকে নিয়ে একটি ভাড়াবাড়িতে ওঠেন দেবাশিস। সেখানেও তাঁদের অশান্তি হত বলে অভিযোগ। ১৫ জানুয়ারি,  মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে চাকদা থানায় স্বামী সহ মোট তিন জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে।  পুলিশ বুধবার রাতে অভিযুক্ত  তিন জনকে গ্রেফতার করেছে। 

.