দিঘার হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

তিন দিন আগে হুগলির ইসলামপাড়া এলাকার বাসিন্দা আকবর তাঁর স্ত্রী জামেলাকে নিয়ে দিঘায় ঘুরতে যান। 

Updated By: Mar 1, 2019, 11:03 AM IST
দিঘার হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদন:  দিঘার হোটেলে পর্যটকের অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম ইসান আকবর (২৮)।

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, ৩ বছরের নাতনিকে খুনের অভিযোগ দাদু-ঠাকুমার বিরুদ্ধে

তিন দিন আগে হুগলির ইসলামপাড়া এলাকার বাসিন্দা আকবর তাঁর স্ত্রী জামেলাকে নিয়ে দিঘায় ঘুরতে যান।  শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। হোটেল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জামেলা নিচে নেমে গিয়ে কর্মীদের ডাকাডাকি শুরু করেন। হোটেল কর্মীরা দিয়ে তাঁকে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন-  সীমান্তে উত্তেজনা, পাক বন্দিদের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার

হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা ইসানকে মৃত বলে ঘোষণা করেন।  কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারবেন চিকিত্সকরা।  খুন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-  হামলার সুযোগে কওসরকে নিয়ে পালানোর ছক, জালে ২ জেএমবি জঙ্গি

 

.