হাওড়া ৭ বছরের কন্যা সন্তানকে 'খুন' করে আত্মহত্যার চেষ্টা মায়ের!

মেঝেতে হাতের শিরা কাটা অবস্থায় পড়ে ছিলেন দীপ্তি।

Updated By: May 17, 2020, 12:01 AM IST
হাওড়া ৭ বছরের কন্যা সন্তানকে 'খুন' করে আত্মহত্যার চেষ্টা মায়ের!

নিজস্ব প্রতিবেদন: ৭ বছরের কন্যা সন্তানের মৃতদেহ ও জখম অবস্থায় উদ্ধার হল মা। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিসের প্রাথমিক ধারণা, মেয়েক খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানার তর্কসিদ্ধান্ত লেনে। 

ওই এলাকায় একটি বহুতলে মেয়ে ও মাকে নিয়ে থাকেন দীপ্তি দাস। মাস চারেক আগে স্বামীর মৃত্যু হয়েছে। গতকাল মাকে অন্যত্র পাঠিয়ে দেন। শনিবার দুপুর দুটো নাগাদ দীপ্তিদেবীর মা এসে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় প্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিসে।

ঘটনাস্থলে পুলিস গিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢোকে। মেঝেতে হাতের শিরা কাটা অবস্থায় পড়ে ছিলেন দীপ্তি। তাঁর কন্যা সন্তানেরও হাতের শিরা কাটা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। মহিলাকে আশঙ্কাজনক অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কী কারণে ঘটনাটি, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিস।  পরিবার সূত্রে খবর, স্বামী গত হওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন দীপ্তি দাস। সে কারণেই আত্মহত্যার চেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- নার্সদের রাজ্যত্যাগ আটকাতে মুখ্যসচিব ও নার্সিং কাউন্সিলকে চিঠি

.