Accident: লরির সঙ্গে পরপর সংঘর্ষ ৪ গাড়ির! ভয়াবহ দুর্ঘটনা করণদিঘিতে..

এখনও পর্যন্ত মৃত  সিভিক-সহ মৃত ৩। জখম বহু। খবর স্থানীয় সূত্রে।

Updated By: Feb 8, 2024, 03:37 PM IST
Accident:  লরির সঙ্গে পরপর সংঘর্ষ ৪ গাড়ির! ভয়াবহ দুর্ঘটনা করণদিঘিতে..

ভবানন্দ সিংহ: লরির সঙ্গে পরপর সংঘর্ষ ৪ গাড়ির! ১ সিভিক-সহ মৃত ৩। জখম বহু। ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের করণদিঘি। ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরা। যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:  Sandeshkhali: বাঁশ, লাঠি হাতে মিছিল তৃণমূলের! ফের উত্তেজনা সন্দেশখালিতে...

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে ডালখোলার দিক থেকে রায়গঞ্জের দিকে দশ চাকার ভূট্টাবোধাই একটি লরি। করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার বাসস্ট্যান্ড মোড়ে নিয়ন্ত্রণ হারান চালক। তারেজেরেই ঘটে দুর্ঘটনা।

এদিকে দুর্ঘটনার পর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। যু্দ্ধকালীন তৎপরতার শুরু হয় উদ্ধার। শেষ খবর অনুযায়ী,  অনেকেই এখন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নিচে পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: Durgapur: সুখবর! বাঁকুড়া-পুরুলিয়া-ঝাড়গ্রাম জুড়ে ১৫ টি নতুন রুটে চলবে বাস, উদ্বোধন মুখ্যমন্ত্রীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.