Bankura: ছাদে ব্যায়াম করার সময় মৃত্যু? পা পিছলে নীচে পড়ার মধ্যে রহস্যের গন্ধ...

Bankura: ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তদন্তও শুরু করে। নিছক দুর্ঘটনা নাকি, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, সেটাই খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Jul 31, 2023, 01:48 PM IST
Bankura: ছাদে ব্যায়াম করার সময় মৃত্যু? পা পিছলে নীচে পড়ার মধ্যে রহস্যের গন্ধ...
এই বাড়ির ছাদ থেকেই পড়ে মৃত্যু বলে দাবি স্থানীয়দের।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাদে ব্যায়াম করার সময় পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ককর্মীর। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের দক্ষিণ বৈলাপাড়া এলাকায়। মৃতের নাম স্বপনকুমার দে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তদন্তও শুরু করে। নিছক দুর্ঘটনা নাকি, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, সেটাই খতিয়ে দেখছে পুলিস। 

আরও পড়ুন: শিলান্যাস হয়েছে ৭ বছর আগে, কিন্তু আজও সেতু হয়নি! এবার কাজে নামলেন গ্রামবাসীরাই...

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত এই ব্যাঙ্ককর্মী স্বপনকুমার দে'র ৭২ বছর বয়স। বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈলাপাড়া এলাকায় বাড়ি। বাড়িতে তিনি ছাড়া থাকেন বিশেষ চাহিদাসম্পন্ন তাঁর মেয়ে। মেয়েকে দেখাশোনা করতেন একজন পরিচারিকা। প্রতিদিন সকালে মেয়েকে পরিচারিকার কাছে রেখে স্বপনকুমার প্রাতঃভ্রমণে বের হন। 

তবে আজ, সোমবার পরিচারিকা কাজে না আসায় স্বপনকুমার প্রাতঃভ্রমণে না গিয়ে বাড়ির ছাদেই ব্যায়াম করছিলেন। স্থানীয়দের দাবি, সেই সময়ই পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। 

আরও পড়ুন: Boy lost Hand: বল ভেবে কুড়িয়ে আনার সময় ফাটল বোমা, কব্জি উড়ে গেল তৃতীয় শ্রেণির ছাত্রের

ভারী কিছু নীচে পড়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ওই বৃদ্ধ পড়ে রয়েছেন। পরে স্থানীয়রাই বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি শুরু হয় তদন্ত। স্থানীয়রা বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করলেও, এর মধ্যে অন্য কোনও রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.